Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Bizarre

‘বোকা প্রশ্ন’ করায় অতিরিক্ত টাকা নিল রেস্তোরাঁ!

সেই প্রশ্নে যদি বুদ্ধিমত্তা না থাকে, তা যদি হয় বোকা বোকা তাহলে তার জন্য টাকা দিতে হবে রেস্তরাঁকে!

হলুদ অংশের ওই চার্জ নিয়েই শুরু হয়েছে আলোচনা। ছবি রেডিট থেকে সংগৃহীত।

হলুদ অংশের ওই চার্জ নিয়েই শুরু হয়েছে আলোচনা। ছবি রেডিট থেকে সংগৃহীত।

সংবাদ সংস্থা
ডেনভার শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২০ ১৭:৪৯
Share: Save:

রেস্তরাঁয় খেতে গিয়েছেন। সেখানে খাবার অর্ডার দেওয়ার সময় প্রশ্ন করলেন। সেই প্রশ্নে যদি বুদ্ধিমত্তা না থাকে, তা যদি হয় বোকা বোকা তাহলে তার জন্য টাকা দিতে হবে রেস্তরাঁকে!

অবাক হবেন না। সম্প্রতি এ রকমই ঘটনা ঘটেছে আমেরিকার ডেনভারের একটি রেস্তরাঁতে। সেই ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে আলোচনায় মেতেছেন নেটিজেনরা।

ডেনভারের টমস ডিনার নামের ওই রেস্তরাঁতে সম্প্রতি খেতে গিয়েছিলেন এক ব্যক্তি। সেখানে খাওয়াদাওয়ার পর বিল দেখে চমকে গিয়েছিলেন তিনি। সেই বিলে দেখা যাচ্ছে, ‘একটি বোকা প্রশ্ন’-এর জন্য তাঁকে চার্জ করা হয়েছে ৩৮ সেন্ট।

তবে এই প্রথম নয়। ১৯৯৯ থেকেই ওই রেস্তরাঁতে চলে আসছে এই প্রথা চলে আসছে বলে জানিয়েছেন সেখানকার জেনারেল ম্যানেজার হান্টার ল্যান্ড্রি। তিনি এক স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁর কাকা টম মেনেসা এই প্রথা চালু করেছিলেন।

আরও পড়ুন: চিড়িয়াখানায় বাচ্চাকে স্তন পান করাচ্ছেন মা, তা দেখে কী করল ওরাং ওটাং?

আরও পড়ুন: দ্বিতীয় ও তৃতীয় বিয়ের জন্য ভাড়া করলে পাকিস্তানের হল দেবে বিশাল ছাড়!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bizarre Viral USA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE