Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Viral video

রাশিয়ান মিলিটারি ক্যাডেটদের গলায় মহম্মদ রফির ‘অ্যায় বতন’, ভাইরাল ভিডিয়ো

২৮ সেকেন্ডের ভিডিয়োটি ব্রিগেডিয়ার রাজেস পুষ্কর পাঠিয়েছেন বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল এন থিয়াগারাজন। তিনি তাঁর টুইটার হ্যান্ডলে ভিডিয়োটি পোস্ট করেছেন। সংবাদ সংস্থা এএনআই-ও ভিডিটি টুইট করেছে তাদের হ্যান্ডলে।

রাশিয়ানদের গলায় মহম্মদ রফির গান। ছবি: টুইটার থেকে নেওয়া।

রাশিয়ানদের গলায় মহম্মদ রফির গান। ছবি: টুইটার থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
মস্কো শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৯ ১৯:২২
Share: Save:

রাশিয়ার মিলিটারি ক্যাডেটদের গলায় হিন্দি গান। ভাঙা ভাঙা নয় পরিষ্কার হিন্দিতে রুশিরা গাইলেন, ‘অ্যায় বতন অ্যায় বতন হামকো তেরি কসম’। এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি হলে একে অপরের কাঁধে হাত দিয়েসারি সারি দাঁড়িয়ে রয়েছেন রাশিয়ান মিলিটারির ক্যাডেটরা। সামনের সারিতে একজন ভারতীয় সেনা অফিসারও রয়েছেন। তাঁরা সবাই এক সুরে দুলে দুলে মহম্মদ রফির গাওয়া অ্যায় বতন গাইছেন। এই গানটি১৯৬৫ সালের ‘শহিদ’ সিনেমার।

মস্কোর এক অনুষ্ঠানে এই গান গাওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন মস্কোর ভারতীয় দূতাবাসের মিলিটারি অ্যাডভাইসর ব্রিগেডিয়ার রাজেশ পুষ্কর। তাঁকে দেখা যাচ্ছে এই ভিডিয়োতে।

আরও পড়ুন: পুরনো প্রবন্ধের জেরে বিড়ম্বনায় পড়লেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে

২৮ সেকেন্ডের ভিডিয়োটি ব্রিগেডিয়ার রাজেস পুষ্কর পাঠিয়েছেন বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল এন থিয়াগারাজন। তিনি তাঁর টুইটার হ্যান্ডলে ভিডিয়োটি পোস্ট করেছেন। সংবাদ সংস্থা এএনআই-ও ভিডিটি টুইট করেছে তাদের হ্যান্ডলে।

দেখুন সেই ভিডিয়ো:

আরও পড়ুন: হনুমান তাড়াতে ‘বাঘ’ নামালেন কৃষক, সোশ্যাল মিডিয়া তারিফ করল তাঁর বুদ্ধির

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE