Advertisement
১৯ এপ্রিল ২০২৪

জেগে উঠল আগ্নেয়গিরি, ত্রস্ত ইন্দোনেশিয়া

গলগলিয়ে ধোঁয়া বেরোচ্ছে মাউন্ট রায়ুংয়ের মুখ থেকে। প্রবল বেগে বেরোচ্ছে লাভার স্রোতও। আর থেকে থেকে আকাশ কাঁপিয়ে তর্জন গর্জন। তার জেরেই সন্ত্রস্ত দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া।

দীর্ঘ ঘুম শেষে জেগে উঠল মাউন্ট রায়ুং।

দীর্ঘ ঘুম শেষে জেগে উঠল মাউন্ট রায়ুং।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১০ জুলাই ২০১৫ ১৬:১৪
Share: Save:

গলগলিয়ে ধোঁয়া বেরোচ্ছে মাউন্ট রায়ুংয়ের মুখ থেকে। প্রবল বেগে বেরোচ্ছে লাভার স্রোতও। আর থেকে থেকে আকাশ কাঁপিয়ে তর্জন গর্জন। তার জেরেই সন্ত্রস্ত দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া।

সম্প্রতি জেগে উঠেছে পুর্ব জাভার বানিউওয়াঙ্গির কাছে ৩ হাজার ৩০০ মিটার উঁচু আগ্নেয়গিরি মাউন্ট রায়ুং। তার জেরে সতর্কতা জারি করেছে ইন্দোনেশীয় প্রশাসন। আতঙ্কে এলাকা ছেড়েছেন মাউন্ট রায়ুংয়ের কাছাকাছি থাকা গ্রামের মানুষ। প্রবল ধোঁয়া এবং লাভা উদ্গীরণের জন্য শুক্রবার বন্ধ করে দেওয়া হয়েছে দেশের পাঁচটি বিমানবন্দর। ইতিমধ্যেই বাতিল করে দেওয়া হয়েছে তিন শতাধিক উড়ান। বাতিল হওয়া বিমানের মধ্যে ১৬০টি দেশীয় উড়ান এবং ১৭০টি আন্তর্জাতিক উড়ান বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার বিমান পরিবহণ সংস্থা। বিমানবন্দরেই আটকে বহু যাত্রী। ফলে ভোগান্তির শিকার তাঁরা। শুধু স্থানীয় বাসিন্দারাই নন, দুর্ভোগের শিকার ইন্দোনেশিয়ায় বেড়াতে আসা পর্যটকরাও। নীচের গ্যালারিতে রইল অগ্নিলীলা এবং দুর্ভোগের বিভিন্ন চিত্র।

ছবি: এফপি, এপি, এবং রয়টার্স।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE