Advertisement
১৬ এপ্রিল ২০২৪
International News

শিক্ষিতরাও সন্ত্রাসে, উদ্বেগ মোদীর

ডব্লুইএফ অধিবেশনের আজই প্রথম দিন। গোটা বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান রাজনীতিকরা জড়ো হয়েছেন দাভোসে। হাজির হয়েছেন শিল্প জগতের প্রায় সব আন্তর্জাতিক কেউকেটা। সে অধিবেশনে বিশেষ উদ্বোধনী ভাষণ ভারতের প্রধানমন্ত্রীর।

দাভোসে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: এএফপি।

দাভোসে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৮ ১৫:২৩
Share: Save:

আক্ষরিক অর্থেই আল্পস পর্বতমালার কোলে অবস্থান ছবির মতো ছোট্ট শহরটার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সম্বলিত বিরাট বিরাট স্ট্যান্ডি, বিলবোর্ড আর কাটআউটে গত কয়েক দিন ধরেই মুখ ঢাকতে শুরু করেছিল শহরটা। সেই সজ্জা ছাপিয়ে গোটা শহরকে ঢেকে ফেলেছে পুরু বরফের আস্তরণ। কিন্তু হাড়-মাস জমিয়ে দেওয়া ঠান্ডাকেও যেন ফুৎকারে উড়িয়ে দিচ্ছে দাভোস। ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের (ডব্লুইএফ) অধিবেশন উপলক্ষে সরগরম সুইস শহর।

ডব্লুইএফ অধিবেশনের আজই প্রথম দিন। গোটা বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান রাজনীতিকরা জড়ো হয়েছেন দাভোসে। হাজির হয়েছেন শিল্প জগতের প্রায় সব আন্তর্জাতিক কেউকেটা।

অধিবেশনের প্রথম দিনে অবশ্য দাভোসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম নরেন্দ্র মোদী। ডব্লুইএফ-এ আজ বিশেষ উদ্বোধনী ভাষণ দিলেন তিনি। ভারতের প্রধানমন্ত্রীর ভাষণ শোনার অপেক্ষায় বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তিগুলি। অপেক্ষায় আন্তর্জাতিক শিল্প-বাণিজ্য মহল।

• বিকেল ৪.৫০মিনিট, বক্তব্য শেষ করলেন প্রধানমন্ত্রী।

• বিশ্বের আর্থিক বৃদ্ধিতে আরও গতি আনতে হবে: মোদী।

• লাল ফিতে সরিয়ে লাল কার্পেট পেতেছে ভারত, বললেন প্রধানমন্ত্রী।

• ভারতে ব্যবসা এখন অনেক সহজ হয়েছে।

• প্রযুক্তির উপর জোর দিয়েছে ভারত।

• প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের রাস্তা খোলা হয়েছে।

• রিফর্ম, পারফর্ম এবং ট্রান্সফর্মই প্রধান মন্ত্র: মোদী।

• ব্যাঙ্কিং ব্যবস্থায় অনেক পরিবর্তন এনেছে ভারত সরকার।

• সকলের সঙ্গে সকলের উন্নয়নই ভারতের লক্ষ্য।

• আমাদের সরকারের নীতি ‘সবকা সাথ, সবকা বিকাশ’, বললেন প্রধানমন্ত্রী।

• ‘সময় বদলের সঙ্গে নীতির বদল দরকার’।

• এটা মানবতার পক্ষে উদ্বেগের বিষয়: মোদী

• শিক্ষিতরাও সন্ত্রাসবাদী কাজকর্মে যোগ দিচ্ছেন।

• ভাল-খারাপ সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য করা হচ্ছে।

• জলবায়ুর পরই বড় সমস্যা হচ্ছে সন্ত্রাসবাদ, বললেন প্রধানমন্ত্রী।

• বিকল্প বিদ্যুতের উপর জোর দিচ্ছে ভারত।

• প্রয়োজন মতো প্রাকৃতিক সম্পদ ব্যবহার করতে হবে।

• বিশ্বে কার্বন নির্গমন কমাতে হবে: মোদী।

• জলবায়ু পরিবর্তন বিশ্বের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ, বললেন প্রধানমন্ত্রী।

• মানব সমাজ এখন বড় চ্যালেঞ্জের সামনে।

• ভেদাভেদ নয়, ঐক্যে বিশ্বাসী ভারত, তবে অনেক প্রতিবন্ধকতা রয়েছে : নরেন্দ্র মোদী।

• উন্নয়নের মাধ্যমেই মিটতে পারে সব বিশ্বের সমস্যা।

• গত ২১ বছরে বিশ্বের অর্থনীতি অনেকটাই বদলে গিয়েছে।

• গত ২১ বছরে ভারতের জিডিপি ছয় গুণ বেড়েছে। বললেন প্রধানমন্ত্রী।

• বিশ্বের সামনে শান্তি, স্থিতি স্থাপন নতুন চ্যালেঞ্জ।

• বিশ্বে ডেটার পাহাড় জমছে, বললেন প্রধানমন্ত্রী।

• আজকের বিশ্ব এবং সমাজ জটিল নেটওয়ার্কের মধ্যে দিয়ে চলছে: মোদী

• ডাক ব্যবস্থা থেকে এখন আমরা টুইটারের যুগে : মোদী

• ভারতীয় সময় বিকেল ৪টে। বক্তব্য শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুন: ভারত কি ঝুঁকছে ইজরায়েলের দিকে? বিশেষজ্ঞেরা বললেন...

• গত এক দশকে নরেন্দ্র মোদীই হলেন প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী, যিনি ওয়ার্ল্ড ইকনমিক ফোরামে (ডব্লুইএফ) ভাষণ দিচ্ছেন।

• বিশ্বে সবচেয়ে দ্রুত বাড়তে থাকা অর্থনীতিগুলির অন্যতম এখন ভারত। সেই প্রেক্ষিতেই ওয়ার্ল্ড ইকনমিক ফোরামে ভারত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম। ভারতের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক লগ্নিকারীদের কী বার্তা দেন, তা জানতে উদ‌‌গ্রীব সব মহলই।

আরও পড়ুন: প্রাক্তন পাক দূতকে সাজা দিতে উদ্যোগ

• আন্তর্জাতিক মহলের সঙ্গে ভারতের ভবিষ্যৎ অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক নিয়ে কী ভাবছেন তিনি, নরেন্দ্র মোদী মূলত তা নিয়েই কথা বলবেন ওয়ার্ল্ড ইকনমিক ফোরামে।

• গত বছর ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের মূল আকর্ষণ ছিল চিন। চিনা প্রেসিডেন্ট শি চিনফিং মূল ভাষণটি দিয়েছিলেন।

• এ বছরও যে ডব্লুইএফ-এর নজর আর এক বৃহৎ এশীয় অর্থনীতির দিকেই, দাভোসে নরেন্দ্র মোদীর উজ্জ্বল উপস্থিতি এবং বিশেষ উদ্বোধনী ভাষণ থেকেই তা স্পষ্ট হয়ে যাচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE