Advertisement
২০ এপ্রিল ২০২৪
Mount Everest

মাউন্ট এভারেস্টকেও ঢেকে ফেলতে পারে এই ‘ওয়েডিং‌ গাউন’

গাউনটি লম্বায় প্রায় ২৭হাজার ফুট (২৬৫৫৯.৭১ ফুট)। অর্থাত্, এটি আইফেল টাওয়ারের (১০৬৩ ফুট) থেকেও অনেক লম্বা। ১১ বছর পর বিশ্ব রেকর্ডে নাম তুলে বেজায় খুশি সংস্থার কর্মীরাও।

ছবি: টুইটার।

ছবি: টুইটার।

সংবাদ সংস্থা
কৌড্রিও শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৭ ১০:৫৩
Share: Save:

বিশ্বের সবচেয়ে লম্বা ‘ওয়েডিং‌ গাউন’ যা দিয়ে নাকি অনায়াসে ঢেকে ফেলা যায় মাউন্ট এভারেস্টকেও!

বিশ্বাস হচ্ছে না? বিশ্বের দীর্ঘতম ‘ওয়েডিং‌ গাউন’টি বানিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এ নাম তুলেছে একটি ফরাসি সংস্থা। গাউনটি লম্বায় প্রায় ২৭হাজার ফুট (২৬৫৫৯.৭১ ফুট)। অর্থাত্, এটি আইফেল টাওয়ারের (১০৬৩ ফুট) থেকেও অনেক লম্বা।

এই চমকপ্রদ কাণ্ডটি ঘটেছে ফ্রান্সের কৌড্রিও-এ। গাউনটি তৈরির দায়িত্ব ছিল ডায়নামিক প্রজেক্টস‌্‌ নামে একটি সংস্থা। জানা গিয়েছে, ১৫ জন মিলে প্রায় দু’মাস ধরে এই পোশাকটি তৈরি করেছেন।

আরও পড়ুন: রানওয়েতে দৌড়চ্ছে ভাল্লুক! ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

৪ কোটিতে ম্যামথ!

এই প্রথমবার নয়। ২০০৬-এও এমনই একটি পোশাক বানিয়ে খবরের শিরোনামে উঠে এসেছিল ডায়নামিক প্রজেক্টস্‌। ১১ বছর পর বিশ্ব রেকর্ডে নাম তুলে বেজায় খুশি সংস্থার কর্মীরাও।

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এর সংশাপত্র হাতে পাওয়ার পর গাউনটি কয়েকশো টুকরোতে কেটে ফেলে বিক্রি করার ব্যবস্থা করা হয়েছে। জানা গিয়েছে, এই টাকা বিভিন্ন চ্যারিটেবল সংস্থার মধ্যে ভাগ করে দেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE