Advertisement
১৮ এপ্রিল ২০২৪
International News

শহর ফাঁকা করে নিষ্ক্রিয় করা হল ৫০০ কেজির বোমা

গোটা এলাকা ঘিরে ফেলে এবং প্রয়োজনীয় সব রকম সতর্কতা নিয়ে মাটির নীচে যেখানে বোমা পাওয়া গিয়েছিল, সেখানেই তা নিষ্ক্রীয় করেন বম ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা। এর পর উপরে তুলে এনে টুইটারে বোমার ছবি শেয়ার করে নিষ্ক্রীয় করেন তাঁরা।

নিষ্ক্রিয় করার পর নিয়ে যাওয়া হচ্ছে সেই বোমা। ছবি: এএফপি

নিষ্ক্রিয় করার পর নিয়ে যাওয়া হচ্ছে সেই বোমা। ছবি: এএফপি

সংবাদ সংস্থা
ফ্রাঙ্কফুর্ট শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৮ ১০:৫১
Share: Save:

ওজন পাঁচ কুইন্টাল। মুহূর্তের অসাবধানতায় ফেটে গেলে ধ্বংস হয়ে যেতে পারে গোটা একটা জনপদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার এমনই এক বিশালাকার বোমা উদ্ধার ঘিরে তীব্র আতঙ্ক ছড়াল জার্মানির লুডউইগশাফেন শহরে। কার্যত গোটা শহরবাসীকেই নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে গিয়ে বোমাটিকে নিষ্ক্রিয় করে বম্ব ডিজপোজাল স্কোয়াড। তারপর ঘরে ফেরেন বাসিন্দারা।

কয়েক দিন আগেই লুডউইগশাফেন শহরে নির্মাণ কাজের জন্য খোঁড়াখুড়ি চলছিল। সেই সময়ই শ্রমিকরা প্রথমে বুঝতে পারেন, মাটির নীচে ধাতব কোনও বস্তু রয়েছে। আরও কিছুটা খোঁড়ার পরই দেখা যায় বিশালাকার ব্যারেলের মতো ওই বোমাটি। এর পরই গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর যায় বম্ব স্কোয়াডে। তারা জানায়, রবিবার বোমাটি নিষ্ক্রিয় করা হবে। তার আগে অন্তত এক কিলোমিটার ব্যাসার্ধের এলাকায় যত মানুষ এবং প্রাণী আছে, সব সরিয়ে নিয়ে যেতে হবে। সেই মতো সাড়ে আঠেরো হাজার বাসিন্দাকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

বোমা নিষ্ক্রিয় করার পর উপরে তোলার প্রক্রিয়া শুরু। ছবি: এএফপি

আরও পড়ুন: ফ্লোরিডায় বন্দুকবাজের হামলা, নিহত ২

এর পর গোটা এলাকা ঘিরে ফেলে এবং প্রয়োজনীয় সব রকম সতর্কতা নিয়ে মাটির নীচে যেখানে বোমা পাওয়া গিয়েছিল, সেখানেই তা নিষ্ক্রিয় করেন বম ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা। এর পর উপরে তুলে এনে টুইটারে বোমার ছবি শেয়ার করেন তাঁরা। ঘরে ফেরানো হয় বাসিন্দাদের।

বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে নিরাপদ দূরত্বে। ছবি: এএফপি

বম ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধবিমান থেকে ফেলা হয়েছিল বোমাটি। সম্ভবত মার্কিন বাহিনী সেটি ফেলেছিল। কিন্তু কোনও কারণে তা ফাটেনি।

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে বড় এই সুইমিং পুলে নৌকাও চলে!

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর পার হয়ে গিয়েছে ৭০ বছরেরও বেশি সময়। কিন্তু এখনও জার্মানিতে আকছার সেই সময়কার বোমা উদ্ধার হয়। যুদ্ধ পরবর্তী এখনও পর্যন্ত সবচেয়ে বড় বোমাটি উদ্ধার হয় গত বছর। সেই সময় ফ্রাঙ্কফুর্টে ১৮ কুইন্টাল ওজনের একটি ব্রিটিশ বোমা নিষ্ক্রিয় করতে ৬০ হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এ বছরেরই এপ্রিলে বার্লিন সেন্ট্রাল রেল স্টেশনেও মেলে একটি বোমা।

(সারা বিশ্বের সেরা সব খবর বাংলায় পড়তে চোখ রাখতে পড়ুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

World War II Bomb Germany
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE