Advertisement
২৫ এপ্রিল ২০২৪

তালিবানকে ভয় নেই, লড়াই চলবে গানেই, বলছেন আফগান স্টার জ়াহরা

‘আমেরিকান আইডল’-এর আফগান সংস্করণ ‘আফগান টিভি স্টার’-এ জিতে হইচই ফেলে দিয়েছেন তরুণী জ়াহরা এলহাম।

জ়াহরা এলহাম

জ়াহরা এলহাম

সংবাদ সংস্থা
কাবুল শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৯ ০১:৪৯
Share: Save:

গুলিগোলা রাইফেল-বোমা নয়। শুধু সঙ্গীত দিয়ে তিনি লড়তে চান তালিবানের সঙ্গে। আর সেই লক্ষ্য নিয়ে এগিয়েই ‘আমেরিকান আইডল’-এর আফগান সংস্করণ ‘আফগান টিভি স্টার’-এ জিতে হইচই ফেলে দিয়েছেন তরুণী জ়াহরা এলহাম। গত ১৩ বছরে এই শোয়ে কোনও মহিলা জিততে পারেননি। ১৪তম পর্বে জয়ের হাসি হাসলেন জ়াহরাই।

গত সপ্তাহে আফগান স্টার-এ জিতে শিরোনামে এসেছেন আফগানিস্তানের সংখ্যালঘু হাজ়ারা জাতিগোষ্ঠীর এই মেয়ে। জ়াহরার উঁচু তারে বাঁধা রুক্ষ অথচ ব্যতিক্রমী সুরের জাদুতে মুগ্ধ সবাই। হাজ়ারা এবং পারসি লোকগান শুনিয়েছেন তিনি। ঐতিহ্যবাহী রঙচঙে আফগান পোশাক আর হিল জুতোয় আত্মবিশ্বাসী জ়াহরা চমকে দিয়েছেন অনেককেই।

আফগানিস্তানের মতো পিতৃতান্ত্রিক দেশে অনেক লড়াই করে যতটুকু অধিকার অর্জন করা যায়, তার চেষ্টা করছেন অনেক মেয়ে। কিন্তু এখন মার্কিন প্রশাসন যুদ্ধ শেষ করে তালিবানের সঙ্গে আলোচনা চালিয়ে এই দেশ থেকে পাততাড়ি গোটানোর পথে। আর সেটা বড় উদ্বেগের কারণ অনেকের কাছে। তালিবান ফের ক্ষমতা পেয়ে যাবে না তো! ভয় ভীষণই। এই পরিস্থিতিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন জ়াহরা।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

সম্প্রতি একটি টিভি সাক্ষাৎকারেও এসেছেন তিনি। এখনও জয়ের ঘোর কাটেনি তাঁর, কিন্তু লড়াইয়ের চিন্তা মন থেকে এতটুকু সরেনি। সবে কুড়িতে পা দেওয়া জ়াহরা বলেছেন, ‘‘নিজেরই খুব গর্ব হচ্ছে। কিন্তু এটাও কী আশ্চর্য বলুন, এত বছর ধরে কোনও মহিলা এই খেতাব জিততে পারেননি!’’ মাথা সবুজ স্কার্ফে ঢাকা।

এমনিতে আত্মবিশ্বাসে ফুটতে থাকা মেয়ে ক্যামেরার সামনে যথেষ্ট জড়োসড়ো। জানালেন, পরিবারে কেউই গান করেন না। ইউটিউবে নানা ভিডিয়ো দেখে প্রতিযোগিতায় যোগ দেওয়ার কথা মাথায় আসে। ভালবাসেন আরিয়ানা সৈয়দের ভিডিয়ো। আরিয়ানা সৈয়দ, আফগান পপ তারকা, যাঁকে অনেক সময়েই সোশ্যাল মিডিয়ায় কিম কার্দাশিয়ানের সঙ্গে তুলনা করা হয়। সেই সাহসিনী আরিয়ানা এই জ়াহরার অনুপ্রেরণা। এখন বিজয়িনী কন্যা বলেন, ‘‘আমি চাই, আমার কণ্ঠও এ বার আফগানিস্তানের মেয়েদের জন্য কথা বলুক।’’ এক দিকে আরিয়ানার মতো পপ তারকা যেমন বাস্তব, তেমনই জ়াহরা জানেন, তাঁর দেশের অসংখ্য মেয়ে এখনও জনসমক্ষে আসতেই পারেন না। তাই তিনি বলেন, ‘‘আরিয়ানা সৈয়দকে দেখে যেমন আমি অনুপ্রাণিত হয়েছি, তেমনই আমার গান থেকে অন্য মেয়েরা সাহস পাক, গান করুক। আরিয়ানাকে দেখে আমি ভাবতাম, ও যদি পারে, আমিও পারব। ওর তো আমার মতোই দু’টো হাত আর দু’টো পা!’’ জ়াহরার পছন্দের তালিকায় আছেন জাস্টিন বিবার এবং মাহের জ়েনের মতো শিল্পীও।

জীবনে যত যুদ্ধই চলুক, রাজনীতিতে আসতে চান না জ়াহরা। কিন্তু ভবিষ্যতে যদি প্রশাসনিক স্তরে তালিবান কিছুটা ক্ষমতা পেয়ে যায়? জ়াহরা বলেন, ‘‘আমি আমার গান দিয়েই লড়াই করব, কারণ আমার জীবনে গানই সব। আর সেটা দিয়েই ভবিষ্যৎটাও উজ্জ্বল করতে চাই আমি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Music Taliban Zahra Elham
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE