Advertisement
২৩ এপ্রিল ২০২৪

মৃত্যুর পরেও সচল ফেসবুক

মৃত্যুর পরেও ফেসবুক মানুষের পিছু ছাড়বে না। হয়তো মারা গিয়েছেন তিনি, কিন্তু তা-ও ফেসবুকে সমান ভাবে ‘অ্যাক্টিভ’। শুনতে কিছুটা অসম্ভব মনে হলেও গ্রাহকদের জন্য এই নতুন পরিষেবা আনতে চলেছেন ফেসবুক কর্তৃপক্ষ।

সংবাদ সংস্থা
নিউ ইয়র্ক শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৫ ০১:১১
Share: Save:

মৃত্যুর পরেও ফেসবুক মানুষের পিছু ছাড়বে না। হয়তো মারা গিয়েছেন তিনি, কিন্তু তা-ও ফেসবুকে সমান ভাবে ‘অ্যাক্টিভ’। শুনতে কিছুটা অসম্ভব মনে হলেও গ্রাহকদের জন্য এই নতুন পরিষেবা আনতে চলেছেন ফেসবুক কর্তৃপক্ষ।

সম্পত্তি হস্তান্তরের মতো এ বার ফেসবুক প্রোফাইলও উত্তরাধিকার সূত্রে পাওয়া যাবে। তবে কোনও উইলের প্রয়োজন নেই এখানে। কেউ যদি তাঁর পছন্দের পাত্রকে আগে থেকে বেছে রেখে যান, তা হলে তাঁর মৃত্যুর পরে সেই পছন্দ করা ব্যক্তিই মৃতের ফেসবুক প্রোফাইল সচল রাখতে পারবেন। এত দিন পর্যন্ত কোনও মৃত ব্যক্তির পরিবার তথ্য প্রমাণ-সহ ফেসবুক কর্তৃপক্ষের কাছে আবেদন করলে মৃত ব্যক্তির প্রোফাইল ‘লক’ বা বন্ধ করে দেওয়া হত। সম্পূর্ণ ভাবে তা মুছে দেওয়ার সুযোগ ছিল না।

কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষের চাহিদা বেড়েছে। রান্নাঘর থেকে অফিসঘর ফেসবুক মানুষের সর্ব ক্ষণের সঙ্গী। তাই মৃত্যুর পরেও ফেসবুক তার বন্ধুতের বাঁধন ভাঙতে দিতে নারাজ। ফেসবুক পেজের একদম ডান দিকে থাকে একটি নিম্নমুখী ত্রিকোণ বোতাম। তা টিপে সোজা চলে যাওয়া যাবে ‘সিকিউরিটি’ বিভাগে। সেখানেই উত্তরাধিকারীর নাম দেওয়ার ব্যবস্থা রয়েছে। তবে সেই উত্তরাধিকারীকে আগে থেকেই ফেসবুকে ওই ব্যক্তির বন্ধু হতে হবে। কিন্তু ওই ব্যক্তি যদি মৃত্যুর পরে তাঁর অ্যাকাউন্টটি না-ই রাখতে চান, তা হলে কী হবে? চিন্তার প্রয়োজন নেই। সেই সমস্যারও সমাধান রয়েছে। মৃত্যুর পরে ওই ফেসবুক অ্যাকাউন্টটি মুছে দেওয়ার সুযোগও রয়েছে ‘সেটিংসে’।

প্রতি বছর ফেসবুক সেই উত্তরাধিকারীর নামটি মনে করিয়ে দেবে। যাতে, সেই বন্ধুটির সঙ্গে বন্ধুত্ব ভেঙে গেলে বা তাঁর মৃত্যু হলে অন্য ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে প্রাথমিক ভাবে আমেরিকাতেই এই পরিষেবাটি চালু করা হবে।

কোনও ব্যক্তির মৃত্যুর পর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তাঁর প্রোফাইলে ছবি বদলানো বা বন্ধুত্বের আবেদন (ফ্রেন্ড রিকোয়েস্ট)-এ সাড়া দিতে পারবেন। মৃত ব্যক্তির পাসওয়ার্ড নয়, নিজের প্রোফাইল দিয়েই তিনি এই দায়িত্ব সামলাতে পারবেন।

গুগুল প্লাসেও যদি কেউ তাঁর অ্যাকাউন্টে ১২ মাস অবধি কোনও কাজ না করে, তা অচল হয়ে যায়। তবে টুইটারে মৃত্যু-পরবর্তী অবস্থায় অ্যাকাউন্ট বন্ধ করে দিতে গেলে পরিবারকে ঠিক তথ্য পেশ করতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

facebook death active account
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE