Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Jermaine Blackwood

আজ ভারতকে অল-আউট করতে চান ব্ল্যাকউড

ব্যাট হাতে প্রথম ইনিংসে সফল হতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের কোনও ব্যাটসম্যানই। তাই এবার বল হাতে ঘুরে দাঁড়াতে মরিয়া ব্ল্যাকউডরা। দ্বিতীয় দিন কিংসটনে খেলতে নামার আগে তাই সে কথা স্বীকার করেই নিলেন ব্ল্যাকউড। বলে দিলেন, ভারতের ব্যাটসম্যানদের চাপে রাখতে হবে।

ব্যাট করছেন ব্ল্যাকউড। ছবি: এপি।

ব্যাট করছেন ব্ল্যাকউড। ছবি: এপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৬ ১৬:৩৯
Share: Save:

ব্যাট হাতে প্রথম ইনিংসে সফল হতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের কোনও ব্যাটসম্যানই। তাই এবার বল হাতে ঘুরে দাঁড়াতে মরিয়া ব্ল্যাকউডরা। দ্বিতীয় দিন কিংসটনে খেলতে নামার আগে তাই সে কথা স্বীকার করেই নিলেন ব্ল্যাকউড। বলে দিলেন, ভারতের ব্যাটসম্যানদের চাপে রাখতে হবে। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে সব থেকে ভুল করেছিলেন। তার খেসারত দিতে হয়েছে পুরো দলকে। ১৯৬ রানে শেষ হয়ে গিয়েছে ক্যারিবিয়ান ইনিংস। তাই এবার ভরসা বোলাররাই। যদিও অধিনায়কের ব্যাট নেওয়ার সিদ্ধান্তকে সমর্থনই করেছেন ব্ল্যাকউড। তিনি বলেন, ‘‘সাবিনা পার্কের উইকেটে প্রথম ঘণ্টা চারেক পেস বোলাররা সাহায্য পায়। কিন্তু এই পিচ কিছুটা আলাদা। এবং পিচে ঘাস রয়েছে। যে কারণে স্পিনাররা অনেক বেশি সাহায্য পেয়েছে। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্তটা ভুল ছিল না। কিন্তু আমরা উইকেটে টিকে থাকতে পারিনি। আমার বিশ্বার পরের ইনিংসে আমরা সেটা পারব।’’

প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই মাত্র সাত রানে তিন উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। তাতেই আত্মবিশ্বাস হারিয়ে ফেলে দল। ব্ল্যাকউডের বক্তব্য, ‘‘আমরা রান করার জন্য হুড়োহুড়ি করছিলাম এমনটা নয়। কিন্তু এটা কখনও হতে পারে না ব্যাট হাতে নেমে কোনও রান না করেই প্যাভেলিয়নে ফিরে আসবে। পজিটিভ মাইন্ডসেট নিয়ে নামতে হবে। আর রান করার কোনও সুযোগ ছাড়া যাবে না। যেটা আমি এদিন শুরু করেছিলাম।’’ ব্ল্যাকউডই একমাত্র যাঁর ব্যাট থেকে এদিন হাফ সেঞ্চুরি এসেছিল। ঘরের মাঠে ভাল খেলার চাপটাও ছিল। ব্ল্যাকউড বলেন, ‘‘ঘরের সমর্থকদের সামনে খেলাটা সব সময়ই দারুণ উপভোগ্য। এই নিয়ে দ্বিতীয়বার আমি হোম ক্রাউডের সামনে খেলছি। আমি সব সময়ই মাঠে নেমে রান করতে চাই। আত্মবিশ্বাসীও ছিলাম। তবে ভাল লাগছে এই অবস্থায় আমার ব্যাট থেকে কিছু রান এসেছে।’’

আজ ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য থাকবে ৯ উইকেট তুলে নেওয়া। মেনে নিলেন ব্ল্যাকউড। বলেন, ‘‘যদি আজ সব উইকেট তুলে নিতে পারি তা হলে সকলে রাতে ভাল করে ঘুমোতে পারব। পরেরদিন ঠান্ডা মাথায় ব্যাট করতে নামতে পারব। ভারতের উপর চাপ সৃষ্টি করা যাবে।’’

আরও খবর

ওয়েস্ট ইন্ডিজের সিদ্ধান্তে অবাক হয়েছিলাম: অশ্বিন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jermaine Blackwood India vs West Indies 2nd Test
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE