Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Jihadi attack

রিও অলিম্পিক্সে জেহাদি হামলার হুমকি?

২০১৬ রিও অলিম্পিক্সের ওপর জেহাদি হামলার কালো ছায়া। ব্রাজিলের গোয়েন্দা সংস্থার কাছে এমনই খবর এসে পৌঁছেছে। যে সব হুমকির তথ্য পাওয়া গিয়েছে তা আপাতত খতিয়ে দেখা হচ্ছে। এমনিতেই এটা কোনও নতুন ব্যাপার নয়।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২১ জুলাই ২০১৬ ১৯:৩৬
Share: Save:

২০১৬ রিও অলিম্পিক্সের ওপর জেহাদি হামলার কালো ছায়া। ব্রাজিলের গোয়েন্দা সংস্থার কাছে এমনই খবর এসে পৌঁছেছে। যে সব হুমকির তথ্য পাওয়া গিয়েছে তা আপাতত খতিয়ে দেখা হচ্ছে। এমনিতেই এটা কোনও নতুন ব্যাপার নয়। কোনও বড় ইভেন্ট মানেই নানা রকম আক্রমণের আশঙ্কার কথা শোনা যায়। কিন্তু রিও অলিম্পিক্সের আগে বিশ্ব জুড়ে যে তাণ্ডব শুরু হয়েছে তাতে আশঙ্কা অনেকটাই বেশি রিওতে। ব্রাজিলের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘‘বেশ কিছু হুমকির খবর বিভিন্ন জায়গা থেকে পাওয়া যাচ্ছে। কিন্তু বিশেষ বিশেষ কয়েকটি হুমকি খতিয়ে দেখা হচ্ছে।’’ সন্দেহ হওয়ায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করেছে স্থানীয় পুলিশ।

এ দিকে সাইট ইন্টেলিজেন্স গ্রুপের ওয়েব সাইটেও এই হুমকির তথ্য জানানো হয়েছে। যেখানে বলা হয়েছে, ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামের মাধ্যমে একটি জঙ্গি গোষ্ঠী অলিম্পিক গেমসে হামলার হুমকি দিয়েছে। সঙ্গে হামলার পরিকল্পনারও বিস্তারিত বিবরণ দিয়েছে তারা। আরও জানানো হয়েছে, বিশ্বের যে কোনও প্রান্ত থেকে যে কোনও আত্মঘাতী হামলা রিও অলিম্পিক্সে হতে পারে। ব্রাজিলের নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, ব্রাজিলে এর আগে কোনো জঙ্গি হামলার নজির নেই। যে সব হুমকি আসছে তা নিয়ে চিন্তায় তারা। সারা বিশ্বের সব অ্যাথলিটদের নিরাপত্তা নিশ্চিত করতে নিজেরা ছাড়াও আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সঙ্গেও যোগাযোগ রাখছেন ব্রাজিলের গোয়েন্দা সংস্থা।

আরও খবর

রাশিয়ান অ্যাথলিটদের নির্বাসন তোলার আর্জি খারিজ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jihadi Attack Brazil scared Rio Olympics 2016
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE