ইন্ডিয়ান সুপার লিগের সামনে এখন বড় চ্যালেঞ্জ। এতদিন একাই রাজত্ব করেছে। বিশ্ব ফুটবলে ছড়িয়ে পরেছে আইএসএল-এর নাম। এ বার আইএসএল-কে টক্কর দিতে আসছে বাংলাদেশ সুপার লিগ। ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে বাংলাদেশ সুপার লিগের ব্র্যান্ড অ্যাম্বাসাডরের নাম। যে সে নাম নয়। তিনি স্বয়ং দিয়েগো মারাদোনা। শুধু তাই নয়। আইএসএল-এর প্রায় গায়ে গায়েই হবে বিএসএল। আইএসএল চলে অক্টোবর থেকে ডিসেম্বর। বাংলাদেশ সুপার লিগ হবে নভেম্বর-ডিসেম্বরে। আগামী ২৮ ফেব্রুয়ারি হতে চলেছে বিএসএল-এর লোগো উন্মোচন। তার পরই ঘোষণা করা হবে কটা দল নিয়ে হবে এই টুর্নামেন্ট, কারা কিনছেন দল। শুধু তাই নয় আইএসএলকে ছাপিয়ে যাওয়ার লক্ষ্যে প্রাক্তন কিন্তু বড় নামের পিছনে ছুটবে না বাংলাদেশ। ফুটবলার নেওয়া হবে ৩০-এর কোঠার মধ্যেই।
শুধু তাই নয়। বিএসএল হাত বাড়াচ্ছে আইএসএল-এর দিকেও। আইএসএল-এ ভাল খেলা ফ্রি ফুটবলার, কোচদের দিকে নজর রয়েছে নতুন এই লিগের। ভাল ফুটবলারকে ছেড়ে রাখলেই হাতছাড়া হয়ে যেতে পারেন তিনি। কারণ টাকার অঙ্কে আইএসএল-এর সঙ্গে টক্কর দেবে এই লিগ। এমন অবস্থায় ভারতের সেরা ও জনপ্রিয় লিগকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চুপচাপই প্রস্তুতি নিয়ে ফেলেছে বাংলাদেশ। যে দেশে ক্রিকেটই শেষ কথা, সেখানে ফুটবলের এই উত্থান তাৎপর্যপূর্ণ। সংগঠকদের মতে, বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে নতুন এই লিগ। পৌঁছে যাবে বিশ্ব ফুটবলের আঙিনায়। বাংলাদেশ থেকে এখনও পর্যন্ত একজনই আইএসএল খেলার সুযোগ পেয়েছিলেন। তিনি মামুনুল ইসলাম। বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক আইএসএল-এর প্রথম বছর ছিলেন আটলেটিকো কলকাতায়। যদিও তেমন ভাবে খেলার সুযোগ পাননি। এ বার বিএসএল-এ দাপিয়ে খেলার জন্য তৈরি বাংলাদেশের ফুটবলাররা। নিজেদের বিশ্বের দরবারে তুলে ধরার জন্য এটাই হবে মামুনুলদের সেরা মঞ্চ।
আরও পড়ুন:
চোটের জন্য দু’মাস ছিটকে গেলেন রুনি
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy