বন্যায় সর্বস্ব খোয়ানো হাজারো কাশ্মীরির মধ্যে তিনি আছেন? না কোনও ত্রাণশিবিরে ঠাঁই পেয়েছেন? কোথায় পরভেজ রসুল?
তাঁর ঘনিষ্ঠদের ধারণা, ভয়াবহ বন্যায় অনন্তনাগে তাঁর বাড়ি-ঘর হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু কাশ্মীরি ক্রিকেট অধিনায়ক কেমন আছেন? সপরিবার কোনও ত্রাণশিবিরে ঠাঁই পেয়েছেন কি না, রবিবার রাত পর্যন্ত সেই খোঁজ দিতে পারলেন না কেউ।
সপ্তাহ দুয়েক আগে ফোনে তাঁর গলা শোনা গিয়েছিল শেষ বার। তখনই তাঁর রঞ্জি দলের সহ-অধিনায়কের কাছে ভূস্বর্গে বন্যার আশঙ্কা প্রকাশ করেছিলেন। তার পর থেকে নিখোঁজ তিনি। রবিবার সন্ধ্যায় জম্মু থেকে ফোনে সেই সতীর্থ ইয়ান দেব সিংহ বলেন, “পরভেজকে নিয়ে খুব চিন্তায় আছি। জানি না কোথায় আছে, কেমন আছে। গত মাসের কুড়ি তারিখ থেকে আমাদের প্রস্তুতি শিবির শুরু হয়েছিল। একই সঙ্গে কাশ্মীর প্রিমিয়ার লিগও। পরভেজ অনন্তনাগে ওর বাড়ি থেকেই যাতায়াত করছিল। জম্মুতে থেকে শিবির করলে হয়তো বন্যায় আটকে পড়ত না। বন্যা তো প্রথম ওদের ওখানেই শুরু হয়। গত কয়েক দিনে সমানে ফোন করেও পরভেজের কোনও খবর পাইনি।”