Advertisement
২৫ এপ্রিল ২০২৪

সাইয়ে খাবারে কে ওষুধ মিশিয়েছিল, চেনালেন নরসিংহ

নরসিংহ যাদবের ডোপ কেলেঙ্কারি নিয়ে নাটক থামার কোনও লক্ষণ নেই। বরং দিন কে দিন তা বাড়ছে। বুধবার নরসিংহ সোনপত সাই শিবিরে তার খাবারে নিষিদ্ধ স্টেরয়েড মেশানোর দায়ে এক জুনিয়র কুস্তিগিরকে চিহ্নিত করেছেন।

নাডা প্যানেলে সাক্ষী দিতে এলেন নরসিংহ। বুধবার নয়াদিল্লিতে।-রমাকান্ত কুশওয়া

নাডা প্যানেলে সাক্ষী দিতে এলেন নরসিংহ। বুধবার নয়াদিল্লিতে।-রমাকান্ত কুশওয়া

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৬ ০৪:২২
Share: Save:

নরসিংহ যাদবের ডোপ কেলেঙ্কারি নিয়ে নাটক থামার কোনও লক্ষণ নেই। বরং দিন কে দিন তা বাড়ছে।

বুধবার নরসিংহ সোনপত সাই শিবিরে তার খাবারে নিষিদ্ধ স্টেরয়েড মেশানোর দায়ে এক জুনিয়র কুস্তিগিরকে চিহ্নিত করেছেন। সোনপত পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছেন তিনি। নরসিংহ বলেন, ‘‘প্রথম থেকেই বলে আসছি, চক্রান্ত করে ফাঁসানো হয়েছে আমায়। ডোপ নিয়ে আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ থেকে মুক্ত হলে আমিই রিওতে যাব। যে ছেলেটিকে আমার খাবারে স্টেরয়েড মেশাতে দেখা গিয়েছিল তাকে আমি চিহ্নিত করেছি। পুলিশকে এ নিয়ে বিস্তারিত জানিয়েছিও।’’

চক্রান্তে শুধু জুনিয়র কুস্তিগিরই নয়, সঙ্গে সোনপত সাই কেন্দ্রের কর্তাদের একাংশও জড়িত থাকতে পারেন বলে ইঙ্গিত নরসিংহের, ‘‘আমার তো মনে হয় কিছু অফিসারও জড়িত। কারণ এই ঘটনার কোনও সিসিটিভি ফুটেজ আমাকে দেওয়া হয়নি।’’

নরসিংহ কারও নাম প্রকাশ্যে না বললেও, জাতীয় কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরন সিংহ সাংবাদিকদের সামনে দু’জন জুনিয়র কুস্তিগিরের নাম বলেন। তিনি বলেন ‘‘আমাদের সন্দেহ, জীতেশ, যে ৭৫ কেজি বিভাগে লড়ে সে এবং সুমিতের উপর। ওরা দুজনেই ছত্রশাল স্টেডিয়ামে থাকে। দু’জনের মধ্যে এক জন স্বীকারও করে নিয়েছে নরসিংহের খাবারে স্টেরয়েড মিশিয়েছিল। তবে এটা বোঝা যায়নি যে ওরা নিজেরাই করেছে না কারও উস্কানি ছিল এর পিছনে। সেটা তো আর আমরা তদন্ত করতে পারি না। তবে আমরা নরসিংহের সিবিআই তদন্তের দাবিকে সমর্থন করছি।’’

তবে পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেও আদৌ নরসিংহ রিও অলিম্পিক্সে যেতে পারবেন কি না, এখনও পরিষ্কার নয়। বরং যত সময় যাচ্ছে সেই সম্ভাবনা আরও কমছে। মঙ্গলবারই ভারতীয় অলিম্পিক সংস্থার নরসিংহের বদলে পরিবর্ত কুস্তিগির হিসেবে ৭৪ কেজি বিভাগে প্রবীণ রানার নাম পাঠিয়ে দিয়েছিল। সেটা যদি নরসিংহের রিওর স্বপ্ন শেষ হওয়ার পথে প্রথম ধাক্কা হয় তা হলে দ্বিতীয়টা হল ফের ডোপ পরীক্ষায় তাঁর ব্যর্থ হওয়া। বুধবার তাঁর ‘বি’ নমুনাও ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়েছে। ২৫ জুন নরসিংহের প্রথম নমুনা পরীক্ষায় ব্যর্থ হওয়ায় তাঁকে সাময়িক ভাবে নির্বাসিত করা হয়েছিল। এর পর ৫ জুলাই তাঁর ‘এ’ ও ‘বি’ নমুনা ফের নেওয়া হয়। সেই পরীক্ষাতেও প্রথম বারের মতো একই নিষিদ্ধ স্টেরয়েড পাওয়া গিয়েছে। তা ছাড়া সোনপত সাইয়ে নরসিংহদের খাবার পরীক্ষা করেও কিছু পাওয়া যায়নি বলে শোনা যাচ্ছে।

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল যার পর এ দিন বলেছেন ‘‘যদি নরসিংহের খাবারের সাপ্লিমেন্টে কিছু না পাওয়া যায়, তা হলে ধরা হবে নরসিংহের ডোপ টেস্ট পজিটিভ। ওকে সোনপতে ট্রেনিং করতে বারণ করা হয়েছিল। এই বিতর্কটা এখানেই থামা উচিত। নাডা বিশ্ব ডোপ-বিরোধী সংস্থার অনুমোদিত। সমস্ত সিদ্ধান্ত তাই আমরা নিজেরাই নিতে পারি না। নাডা অ্যাথলিটদের ডোপ নিয়ে সতর্ক করেছে, তার পরও যদি কিছু ঘটে তা হলে আইন, আইনের পথে চলবে।’’

পাশাপাশি সিবিআই তদন্ত নিয়ে গোয়েল বলেন, ‘‘যতক্ষণ না ফেডারেশন আমাদের লিখিত ভাবে এই তদন্তের কথা বলছে, আমরা নিজে থেকে সেটা করতে পারি না। হাওয়ায় অনেক কথাই উড়ছে। যতক্ষণ না সেটা আমাদের নজরে আসছে, আমরা কোনও তদন্ত করতে পারি না। তাই আন্তর্জাতিক ডোপ বিরোধী সংস্থা ও নাডা যা সিদ্ধান্ত নেবে তাই হবে।’’

আপাতত ঠিক আছে, নরসিংহ নিয়ে নাডা চূড়ান্ত রায় জানাতে পারে, আজ, বৃহস্পতিবার। বুধবার প্রায় সাড়ে তিন ঘণ্টা শুনানি চলার পরও নাডা প্যানেল কোনও সিদ্ধান্তে আসতে পারেনি। নরসিংহের আইনজীবী এ দিন বলেছেন, ‘‘নাডা প্যানেলের উপর আমাদের পুরো আস্থা আছে। আমরা যা জানানোর সেটা নাডা প্যানেলের সামনে পেশ করেছি। আশা করছি নরসিংহ অভিযোগ থেকে মুক্তি পাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Narsingh Yadav Rio 2016
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE