এএফসি কাপের ম্যাচ মানে আগের দিন যুগ্ম সাংবাদিক সম্মেলন। কিন্তু কলম্বো এফসির বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামার আগে সেখানেই হয়ে গেল এক প্রস্ত নাটক। যুগ্ম সাংবাদিক সম্মেলন তো হলই না বরং কলম্বো এফসি একক প্রেস কনফারেন্স করে নেমে পড়ল অনুশীলনে। আর মোহনবাগান কোচ সঞ্জয় সেনকে দাঁড়িয়ে থাকতে হল ৪০ মিনিট দলের ফুটবলারের অপেক্ষায়। কেন এই বিভ্রাট? এএফসি কাপের নিয়ম অনুযায়ী সাংবাদিক সম্মেলনে কোচের সঙ্গে একজন প্লেয়ারের আসা বাধ্যতামূলক। কিন্তু মোহনবাগানের কোনও প্লেয়ার এসে পৌঁছলো না নির্ধারিত সময়ে। প্রথমে নাকি আসার কথা ছিল ড্যারেল ডাফির। কিন্তু তিনি না আসায় স্টেডিয়ামের কাছাকাছি থাকা রেনিয়ের ফার্নান্ডেজকে তড়িঘড়ি ডেকে আনার ব্যবস্থা করা হয়। তাও সেটা করতে লেগে যায় ৪০ মিনিট। জানা যায় যোগাযোগের অভাবের জন্যই এমন কান্ড ঘটেছে।
আরও খবর: চেয়ার আম্পায়ারের চোখে বল, ম্যাচের বাইরে কানাডার প্রতিযোগী