Advertisement
২০ এপ্রিল ২০২৪

মর্গ্যানের ভাগ্য ঠিক হবে শেষ তিন ম্যাচে

আই লিগের শেষ তিনটি ম্যাচের উপরেই সম্ভবত নির্ভর করছে ট্রেভর জেমস মর্গ্যানের ভবিষ্যৎ। তবে ছেঁটে ফেলা হচ্ছে তাঁর সহকারী ওয়ারেন হ্যাকেট-কে।

অনিশ্চিত: মর্গ্যান কত দিন ইস্টবেঙ্গলে উঠছে প্রশ্ন। ফাইল চিত্র

অনিশ্চিত: মর্গ্যান কত দিন ইস্টবেঙ্গলে উঠছে প্রশ্ন। ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৭ ০৩:২৬
Share: Save:

আই লিগের শেষ তিনটি ম্যাচের উপরেই সম্ভবত নির্ভর করছে ট্রেভর জেমস মর্গ্যানের ভবিষ্যৎ। তবে ছেঁটে ফেলা হচ্ছে তাঁর সহকারী ওয়ারেন হ্যাকেট-কে।

শিলিগুড়িতে মোহনবাগানের বিরুদ্ধে ডার্বিতে হারের পরেই মর্গ্যান-কে কেন্দ্র করে উত্তপ্ত হতে শুরু করে পরিস্থিতি। বুধবার সকালে ইস্টবেঙ্গল মাঠে অনুশীলন চলাকালীনও এক দল সমর্থক ‘গো ব্যাক মর্গ্যান’ ধ্বনি তোলেন। কিন্তু সন্ধ্যায় ক্লাব তাঁবুতে কোচের সঙ্গে আলোচনার পরে ফুটবল সচিব সন্তোষ ভট্টাচার্য বলে দিলেন, ‘‘আর তিনটি ম্যাচ বাকি রয়েছে। তাই কোচকে বলা হয়েছে, আই লিগ জেতার সম্ভাবনা আর নেই। লিগ টেবলে দল যাতে ভাল জায়গায় থাকে, এখন সেই চেষ্টা করা।’’ কী হল ইস্টবেঙ্গল বৈঠকে? ৩১ মে পর্যন্ত যেহেতু চুক্তি রয়েছে মর্গ্যানের, তাই এই মুহূর্তে তাঁকে ছেঁটে ফেলতে গেলে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। লাল-হলুদ অন্দরমহলের খবর, ব্রিটিশ কোচ যাতে নিজেই পদত্যাগ করেন, তার চেষ্টা করা হয়েছিল। কিন্তু রাজি হননি মর্গ্যান। বৈঠক শেষ করে ক্লাব ছাড়ার সময় জানিয়ে দেন শুক্রবার থেকে ডিএসকে শিবাজিয়ান্স এফসি ম্যাচের প্রস্তুতি শুরু করবেন।

আই লিগ শেষ হওয়ার পরেই কটকে ফেডারেশন কাপ। কোচের পদে মর্গ্যান-ই কি থাকবেন? লাল-হলুদ ফুটবল সচিব বললেন, ‘‘আই লিগ আগে শেষ হোক। তার পরে দেখা যাবে। তবে পরিস্থিতি যে কোনও মুহূর্তে বদলাতে পারে।’’ হ্যাকেট প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘‘ফেডারেশন ওকে নির্বাসিত করে রেখেছে। তাই মর্গ্যান-কে বলা হয়ে ওর আর প্রয়োজন আছে কি না আমাদের জানাতে।’’ সূত্রের খবর, হ্যাকেট একা নন, বরখাস্ত হতে পারেন গোলকিপার কোচ অভিজিৎ মণ্ডলও।

আরও পড়ুন: শেষ রাউন্ডেই হয়তো ফয়সালা হবে, বলছেন সঞ্জয় সেন

লাল-হলুদ কর্তারা এ দিনও ফুটবলারদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এই কারণেই ডার্বিতে লাল কার্ড দেখার জন্য জরিমানা করা হচ্ছে স্ট্রাইকার উইলিস প্লাজা-কে। অন্যতম কর্তা দেবব্রত সরকার বললেন, ‘‘ব্যর্থতার জন্য বারবার কোচকেই কেন সরতে হবে? ফুটবলারদেরও দায়বদ্ধতার অভাব ছিল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Trevor Morgan East Bengal Coach Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE