পরিকাঠামোর ঘাটতি মেটানোর ব্যাপারে আগে দফায় দফায় প্রতিশ্রুতি দিয়েও অনেক মেডিক্যাল কলেজই শেষ পর্যন্ত কথা রাখতে পারেনি। তাই কেন্দ্রীয় সরকারই এ বার বিভিন্ন রাজ্য সরকারের কাছ থেকে এই ব্যাপারে মুচলেকা আদায়ের রাস্তা নিয়েছে। মেডিক্যালের হারানো আসন ফেরত পাওয়ার পন্থা হিসেবেই সংশ্লিষ্ট রাজ্যের মুচলেকা সংগ্রহ করছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সামগ্রিক ভাবে সেই প্রতিশ্রুতিপত্র মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া (এমসিআই)-র কাছে জমা দেবে তারা। সেই সঙ্গে পৃথক মুচলেকা দেবে নিজেরাও।
ডাক্তারির ছাঁটাই আসনের কে ক’টি ফেরত পেতে পারে, তা নিয়ে আলোচনার জন্য সোমবার বিভিন্ন রাজ্যের মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল। এ দিনই আলোচনার ভিত্তিতে কিছু কিছু আসন উদ্ধারের বিষয়টি নিশ্চিত হয়ে যাবে বলে আশা করছিল অনেক কলেজ। কিন্তু সব অধ্যক্ষকে নিয়ে একত্রে কোনও বৈঠকই হল না। তার বদলে আলাদা আলাদা ভাবে কলেজগুলির অধ্যক্ষদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্য মন্ত্রকের কর্তারা। কোন কলেজে পরিকাঠামোর কী কী ত্রুটি রয়েছে, কত দিনে তা কাটিয়ে ওঠা সম্ভব ইত্যাদি জানিয়ে মুচলেকার চিঠিও জমা নেওয়া হয়। আজ, মঙ্গলবার সেই সব চিঠি এবং কেন্দ্রের তরফে একটি সামগ্রিক আবেদনপত্র এমসিআইয়ের কাছে পেশ করা হবে। কোন কলেজ ক’টি আসন ফেরত পেতে পারে বা আদৌ ফেরত পাবে কি না, মুচলেকার ভিত্তিতেই সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে এমসিআই।
এ দিন বিভিন্ন রাজ্যের মোট ৮৮টি কলেজের অধ্যক্ষেরা দিল্লি যান। কিন্তু যৌথ ভাবে আলোচনা না-করে পৃথক পৃথক বৈঠক করা হল কেন?