ছানি অস্ত্রোপচার করাতে গিয়ে রোগী দৃষ্টি হারানোয় চিকিত্সককে মোটা টাকার জরিমানা করল ক্রেতা সুরক্ষা আদালত। শুক্রবার এই রায় দেন বাঁকুড়া ক্রেতা সুরক্ষা আদালতের তিন বিচারকের বেঞ্চ। বিচারকরা হলেন কনজিউমার ফোরামের সভাপতি যুধিষ্ঠির হালদার এবং দুই সদস্য অগ্নিদীপা অগ্নিহোত্রী ও লোকনাথ চট্টোপাধ্যায়।
বিচারকরা বিষ্ণুপুর হাসপাতালের চক্ষু চিকিত্সক বিভাস সাহাকে চার লক্ষ টাকা জরিমানা করেন। যদিও এ দিন ওই চিকিত্সকের প্রতিক্রিয়া চাওয়া হলে তিনি বলেন, “কী রায় হয়েছে তা আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখব।” তাঁর বিরুদ্ধে ওঠা চিকিত্সায় গাফিলতির অভিযোগের প্রেক্ষিতেও তিনি কিছু বলতে চাননি।
২০১১ সালের ১ অক্টোবরের ঘটনা। পশ্চিম মেদিনীপুরের শালবনি থানার জামবেদিয়া গ্রামের অবসরপ্রাপ্ত সরকারি কর্মী পঙ্কজ সাহা ওই চিকিত্সকের কাছে বিষ্ণুপুরের একটি নার্সিংহোমে বাঁ চোখের ছানি অস্ত্রোপচার করান। পরে তিনি ওই চোখের দৃষ্টিশক্তি হারান। পঙ্কজবাবুর পক্ষের আইনজীবী জয়ন্ত মুখোপাধ্যায় বলেন, “চিকিত্সায় গাফিলতির কারণে রোগী দৃষ্টি শক্তি হারিয়েছেন। তাই ওই চিকিত্সককে চার লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে আদালত।” তিনি জানান, ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করা হয়েছিল। বিচারকরা দু’মাসের মধ্যে ওই চিকিত্সককে চার লক্ষ টাকা জরিমানা হিসেবে জমা করতে বলেছেন।