কেন্দ্রের অর্থ-সাহায্যে এ রাজ্যের তিন মেডিক্যাল কলেজ হাসপাতালে পরিকাঠামো উন্নয়নের কাজ হবে। ওই টাকায় হাসপাতালগুলিতে একাধিক নতুন সুপার স্পেশালিটি ইউনিট চালু হতে চলেছে। একই সঙ্গে কিছু বর্তমান ইউনিটের সম্প্রসারণের কাজও হবে।
মঙ্গলবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে মেডিক্যাল কলেজগুলির পরিকাঠামোর হাল ফেরাতে অর্থ সাহায্যের কথা ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রক। পশ্চিমবঙ্গের বাঁকুড়া, মালদহ এবং উত্তরবঙ্গএই তিনটি মেডিক্যাল কলেজ হাসপাতাল অর্থ-সাহায্য পাবে। রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা সুশান্ত বন্দ্যোপাধ্যায় জানান, প্রতিটি হাসপাতালের জন্য ১৫০ কোটি টাকা করে (মোট ৪৫০ কোটি) বরাদ্দ হয়েছে। ৩৬০ কোটি টাকা দিচ্ছে কেন্দ্র। বাকিটা দেবে রাজ্য সরকার। চলতি বছরেই কাজ শুরু হবে। এই কাজ কেন্দ্রীয় পূর্ত দফতরের অধীনে হবে বলে জানিয়েছেন বিজেপি-র রাজ্য সহ সভাপতি, পেশায় চিকিৎসক সুভাষ সরকার।
স্বাস্থ্য দফতর সূত্রের খবর, স্বাস্থ্য পরিষেবার হাল ফেরাতে দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজে সুপার স্পেশালিটি ইউনিট গড়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সেই মোতাবেক রাজ্যগুলির কাছ থেকে হাসপাতালের তালিকা চাওয়া হয়েছিল। স্বাস্থ্য ভবনের তালিকায় এ রাজ্যের তিনটি মেডিক্যাল কলেজেরই নাম ছিল। ওই বৈঠকে উপস্থিত বাঁকুড়া মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পার্থ প্রধান জানান, এই টাকা দিয়ে মেডিক্যাল কলেজ হাসপাতালগুলিতে অত্যাধুনিক মানের কিছু ইউনিট গড়া হবে। রাজ্য যদি ২০ শতাংশের বেশি টাকা দেয়, সে ক্ষেত্রে কেন্দ্র আরও বেশি টাকা দেওয়ার আশ্বাস দিয়েছে বলেও স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে।