মেডিক্যালের আসন ছাঁটাই নিয়ে মুশকিল আসানের জন্য যে-কোনও ভাবেই হোক, কিছু সময় চেয়েছিল মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া (এমসিআই)। এই ব্যাপারে কেন্দ্রের আবেদন মেনে মেডিক্যালে প্রথম কাউন্সেলিংয়ের সময়সীমা বাড়িয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। এর আগে ওই সময়সীমা ছিল ২৫ জুন। সেই জায়গায় ১৫ জুলাই পর্যন্ত ওই সময়সীমা বাড়ানো হয়েছে।
সময় পাওয়ার জন্য ডাক্তারিতে ভর্তির কাউন্সেলিং পর্বকেই হাতিয়ার করেছিল এমসিআই। তাই শীর্ষ আদালতে আবেদন করার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে চিঠি পাঠিয়েছিল তারা। নিয়ম অনুযায়ী এমসিআইয়ের চিঠি ছাড়া কেন্দ্র এমন আবেদন করতে পারে না। দেশ জুড়ে বিভিন্ন মেডিক্যাল কলেজে প্রায় ১৬ হাজার আসন বাতিলের সুপারিশ করেছে কাউন্সিল। এই পরিস্থিতিতে নির্ধারিত সময়ের মধ্যে কাউন্সেলিং শেষ করা সম্ভব নয় বলে সর্বোচ্চ আদালতে জানিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সেই আবেদনের ভিত্তিতেই ওই সময়সীমা বাড়ানো হয়েছে। তবে এমসিআই চেয়েছিল, সময়সীমা অন্তত এক মাস বাড়ানো হোক। সেই জায়গায় বাড়ল ২০ দিন।
এই সময় বৃদ্ধিতে রাজ্যের স্বাস্থ্যকর্তারা কিছুটা আশ্বস্ত। তাঁরা জানান, এর ফলে তাঁদের হাতে কিছুটা হলেও অতিরিক্ত সময় থাকছে। পরিকাঠামোর উন্নয়নের বিষয়ে এই সময়সীমার মধ্যে কতটা এগোনো যায়, সেই বিষয়ে তৎপর হবেন তাঁরা। কিন্তু প্রশ্ন উঠছে, যেখানে কয়েক বছরেও যথাযথ পরিকাঠামো গড়ে তোলা যায়নি, সেখানে ২০ দিন সময় পেয়ে কতটা কী করে ওঠা যাবে?