পরিকাঠামোগত অভাবের কারণ দেখিয়ে এ বছরেই রাজ্যে এমবিবিএসের ১১৯৫টি আসন বাতিলের সুপারিশ করেছিল মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া (এমসিআই)। কিন্তু গত ১৩ জুন দিল্লিতে সংস্থার কার্যকরী কমিটি জরুরি বৈঠক ডেকে সিদ্ধান্ত নিয়েছে এ রাজ্যের চারটি মেডিক্যাল কলেজে আপাতত ৪০০ আসন ফিরিয়ে দেওয়া হবে। এর ফলে ১৬৫৫টি আসনে ছাত্র ভর্তি করা যাবে।
পশ্চিমবঙ্গে এমবিবিএসের কোনও আসনই যাতে বাতিল না হয়, তার জন্য দিল্লিতে দরবার করেছেন রাজ্য বিজেপির সহ-সভাপতি, পেশায় চিকিৎসক সুভাষ সরকারও। শুক্রবার এ নিয়ে তিনি দেখা করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের সঙ্গে। সে দিনই মন্ত্রীর সঙ্গে দেখা করেন রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অমিত বন্দ্যোপাধ্যায়ও। শনিবার এ ব্যাপারে হর্ষবর্ধন বলেন, “আসন ফেরানোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এমসিআই-ই। কিন্তু রাজ্য যদি আমার কাছে আবেদন জানায়, তা হলে সব আসন ফেরানোর জন্য আমি এমসিআইকে অনুরোধ করব।”
কেন্দ্রীয় মন্ত্রী এ কথা বললেও প্রশ্ন উঠছে, হঠাৎ এমসিআই কেন নরম মনোভাব নিল? তা হলে প্রাথমিক কড়াকড়ি কি লোক দেখানো? এমসিআইয়ের নৈতিকতা বিষয়ক (এথিক্যাল) কমিটির সদস্য সুদীপ্ত রায় বলেন, “রাজ্যের যে চারটি কলেজকে আসন ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, সেগুলি দ্বিতীয় বার পরিদর্শন করেছিলেন কাউন্সিলের কর্তারা। পরিকাঠামোগত যে ফাঁকফোকরগুলি প্রথম বার চিহ্নিত করা হয়েছিল, সে সব পূরণ করা হয়েছে দেখেই ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকি কলেজে এখনও দ্বিতীয় বার পরিদর্শন শেষ হয়নি বলে সেগুলি নিয়ে সিদ্ধান্ত হয়নি।”