পশ্চিমবঙ্গের বিভিন্ন মেডিক্যাল কলেজে বাতিল হয়ে যাওয়া ডাক্তারির আসনের মধ্যে ৪০০টি আগেই ফেরত পাওয়া গিয়েছে। বাকি ৬৫০টি আসনের মধ্যে ক’টি ফিরবে, আজ, সোমবার তা নিয়ে বৈঠক বসছে দিল্লিতে।
শুধু বাংলার নয়, অন্যান্য রাজ্যের মেডিক্যাল কলেজের বাতিল আসন নিয়ে মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া বা এমসিআইয়ের সঙ্গে আজ সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আলোচনা হবে। অন্যান্য রাজ্যের সঙ্গে বাংলার সব মেডিক্যাল কলেজের অধ্যক্ষেরাও ওই বৈঠকে থাকবেন। স্বাস্থ্য মন্ত্রকের এক শীর্ষ কর্তা রবিবার জানান, ক’টি আসন ফেরত পাওয়া যাবে, তা চূড়ান্ত হবে সোমবারের ওই বৈঠকেই।
এসএসকেএম তথা ইনস্টিটিউশন অব পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চের অধিকর্তা প্রদীপ মিত্র এ দিন বলেন, “রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজে পরিকাঠামোর সমস্যা দূর করার জন্য ইতিমধ্যে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানিয়ে দেওয়া হয়েছে এমসিআই-কে। আমরা সকলেই ওই বৈঠকের দিকে তাকিয়ে আছি।”