রোগীমৃত্যুকে কেন্দ্র করে ফের অশান্তি হাসপাতালে। এ বার রোগীর পরিজনের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ উঠল দুর্গাপুরের ইএসআই হাসপাতালে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রায় চার বছর ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন দুর্গাপুরের ইস্পাতনগরীর বাসিন্দা দেবাশিস বিশ্বাস (৫২)। সমস্যা ধরা পড়ার পর থেকেই দুর্গাপুরের ইএসআই হাসপাতালে তাঁর ডায়ালিসিস চলছিল। গত ২৫ জুলাই অবস্থার অবনতি হওয়ায় দেবাশিসবাবুকে এই হাসপাতালের ভর্তি করানো হয়। তার পরেও তাঁর অবস্থা ক্রমে অবনতি হতে থাকে। মঙ্গলবার দুপুরে তাঁর মৃত্যু হয়।
হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, দেবাশিসবাবুর মৃত্যুর খবর পাওয়ার পরেই সার্জিক্যাল বিভাগের সিস্টার রুমে চড়াও হন তাঁর এক আত্মীয়া। তিনিই ভাঙচুর শুরু করেন। সিস্টার রুমের কাছে থাকা কম্পিউটার, রক্তের নমুনা সংগ্রহ করার টিউব, ইঞ্জেকশন সিরিঞ্জগুলি ভাঙচুর করা হয়। কর্তব্যরত নার্সদের গালিগালাজও করা হয় বলে অভিযোগ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ রাত পর্যন্ত পুলিশের কাছে কোনও লিখিত অভিযোগ করেননি।