Advertisement
২৪ এপ্রিল ২০২৪

কয়েক বছর পরেই কফি, চকোলেট, মধুকে চিরতরে গুডবাই!

রোজ সকালে কি হালকা গরম জলে এক চামচ মধু চাই-ই চাই? নাকি কফি না খেলে ঘুমটাই ঠিক ভাঙে না? কিন্তু যদি মৌমাছি আর কোকো গাছটাই না থাকে তা হলে এগুলো মিলবে কী ভাবে? ভেবেছেন কখনও! না ভেবে থাকলে এই মুহূর্ত থেকেই ভাবা শুরু করুন।

কফি: ব্রিটেনের রয়্যাল বটানিক্যাল গার্ডেনের উদ্ভিদবিদদের গবেষণা অনুযায়ী, ২০৮০ সালের মধ্যে বিশ্বের ৮৫ শতাংশ কফি গাছ লুপ্ত হয়ে যাবে।<br> এক দিকে যেমন আবহাওয়ার বিপুল পরিবর্তনের জন্য কফি গাছে ছত্রাকের আক্রমণ বাড়বে, <br>অন্য দিকে প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হবে ব্রাজিল, হন্ডুরাসের মতো কফি উৎপাদনকারী দেশগুলি। <br>ফলে ধ্বংস হয়ে যাবে কফি গাছ।

কফি: ব্রিটেনের রয়্যাল বটানিক্যাল গার্ডেনের উদ্ভিদবিদদের গবেষণা অনুযায়ী, ২০৮০ সালের মধ্যে বিশ্বের ৮৫ শতাংশ কফি গাছ লুপ্ত হয়ে যাবে।<br> এক দিকে যেমন আবহাওয়ার বিপুল পরিবর্তনের জন্য কফি গাছে ছত্রাকের আক্রমণ বাড়বে, <br>অন্য দিকে প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হবে ব্রাজিল, হন্ডুরাসের মতো কফি উৎপাদনকারী দেশগুলি। <br>ফলে ধ্বংস হয়ে যাবে কফি গাছ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৬ ১৫:১৬
Share: Save:

রোজ সকালে কি হালকা গরম জলে এক চামচ মধু চাই-ই চাই? নাকি কফি না খেলে ঘুমটাই ঠিক ভাঙে না? কিন্তু যদি মৌমাছি আর কফি গাছটাই না থাকে তা হলে এগুলো মিলবে কী ভাবে? ভেবেছেন কখনও! না ভেবে থাকলে এই মুহূর্ত থেকেই ভাবা শুরু করুন। তা না হলে কিন্তু পছন্দের খাবারগুলো চিরকালের মতো হাতছাড়া হয়ে যাবে। খোদ রাষ্ট্রপুঞ্জের পরিবেশ বিষয়ক গবেষকেরা এই সতর্কবার্তা দিয়েছেন। এ জন্য বেশির ভাগটাই দায়ী লাগামছাড়া বিশ্ব উষ্ণায়ন। আছে আরও অন্যান্য কারণ। যার ফলে একটু একটু করে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রাণী আর উদ্ভিদ। জেনে নিন কোন কোন খাবারের অস্তিত্ব বিপন্ন হতে চলেছে।

আরও পড়ুন: শিশুদের আঙুল চোষা ভাল অভ্যাস? কী বলছেন গবেষকরা?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

foods extinct united nation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE