শীতকাল এগিয়ে আসছে। দিল্লি এবং তার পার্শ্ববর্তী এলাকার দূষণের মাত্রা বাড়ছে। কলকাতার অবস্থা এখনই অতটা ভয়াবহ না হলেও, পাল্লা দিয়ে বেড়ে চলা গাড়ি-ধুলো-ধোঁয়ায় শহরবাসীর সমস্যা লেগেই রয়েছে। এখন অতিমারির কারণে আমরা মাস্কে অভ্যস্ত হয়ে পড়ায়। হয়তো আপাত ভাবে কিছুটা হলেও ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। কিন্তু বায়ুদূষণের ফল সুদূরপ্রসারী হতে পারে। তাই বায়ুদূষণের প্রভাব কমাতে রোজ খেতে হবে কয়েকটি জিনিস।
হলুদ
রান্নাঘরে হলুদ তো থাকেই। হেঁশেলের এই অতি প্রয়োজনীয় মশলা দূষণের প্রভাব কমাতে কতটা উপকারী জানেন? হলুদে থাকা কারকিউমিন নামের উপাদানটি যে কোনও ধরনের সংক্রমণ কমাতে সহায়তা করে। এমনকি বায়ুদূষণে ফুসফুসের যে ক্ষতি হয়, তাও কমাতে পারে হলুদ।