বাজারে নতুন কোনও প্রসাধনী এলেই কি মন আনচান করে সেটা কেনার জন্য? বিজ্ঞাপনী প্রচারের টোপে আমরা অনেক সময়েই নিত্যনতুন প্রসাধনী কিনে ফেলি। নতুন ময়েশ্চারাইজার, নতুন ফেসওয়াশ, নতুন সিরাম— সাজের টেবিল বোঝাই হয়ে যায় নিমেষেই। কিন্তু সব রকম নতুন পণ্য আপনার ত্বকের পক্ষে ভাল না-ই হতে পারে। হয়তো ত্বক সুন্দর হওয়ার বদলে বেশি ক্ষতিই হচ্ছে এই নতুন অভ্যাসে। কিন্তু কী করে বুঝবেন কোনটা আপনার ত্বক মানিয়ে নিতে পারছে, কোনটা পারছে না? সহজেই বলে দেবে কিছু লক্ষণ।
ঘন ঘন ব্রণ হওয়া
যদি দেখেন একের পর এক ব্রণ বেরিয়েই যাচ্ছে, তা হলে বুঝবেন নতুন রূপরুটিনের কোনও না কোনও প্রসাধনী নিশ্চয়ই আপনার ত্বকের সঙ্গে বেমানান।