ঘর এবং বাইরে, একসঙ্গে সামলাতে হয় অনেক মহিলাকেই। সংসার, সন্তান, চাকরি— এত কিছু এক হাতে সামলাতে গিয়ে আলাদা করে নিজের যত্ন নেওয়ার সময়টুকু আর অবশিষ্ট থাকে না। এমনকি, অফিস যাওয়ার সময়ও তাড়াহুড়োয় দুটো নাকেমুখে গুঁজে দৌড়তে হয়। হাতে যতই সময় কম থাক বাইরে নিজেকে একটু না সাজালে মনটা কেমন যেন খুঁতখুঁত করে।
তবে সাজগোজের সহজ কয়েকটি উপায় মেনে চললেই কম সময়েও আপনি হয়ে উঠতে পারেন আকর্ষণীয়। নজর কাড়তে পারের বাকিদের। কী ভাবে?
১) চুল তৈলাক্ত হয়ে গিয়েছে। শ্যাম্পু না করলেই নয়। এ দিকে সকালে উঠে বেরোতে হবে। হাতেও অনেক কাজ জমে রয়েছে। শ্যাম্পু করলেও দেরি হয়ে যাবে। এ ক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে ড্রাই শ্যাম্পু। এই শ্যাম্পু স্প্রে করার সময় এমন মাথার তালুর যে অংশ বেশি তৈলাক্ত সেখানে স্প্রে করুন। এ ছাড়া আঙুলের ডগা দিয়ে তালুতে অল্প মালিশ করে নিতে পারেন। এতে চুলের সঙ্গে ভাল মিশবে।