বিভিন্ন চরিত্রে বারবার নজর কে়ড়েছেন আয়ুষ্মান খুরানা। নতুন ছবি ‘অনেক’-এ এই প্রথম ছদ্মবেশী গোয়েন্দা অফিসার আমন ওরফে জশুয়ার ভূমিকায় আয়ুষ্মান। দক্ষ অভিনেতার পাশাপাশি আয়ুষ্মান খাদ্যরসিকও বটে। আয়ুষ্মান নিজে পঞ্জাবি। দেশীয় খাবারের প্রতি তাঁর ভালবাসা সারা জীবনই। মায়ের হাতের রাজমা চাওয়াল, আলু পরোটা অভিনেতার অন্যতম প্রিয় খাবার।
অভিনেতার ইনস্টাগ্রামে একটু পিছনের দিকে গেলে জানা যাবে ফিট থাকতে ব্যক্তিগত পুষ্টিবিদের পরামর্শ মতো তিনি রোজ লস্যি এবং ছাতুর শরবত খান। কফি খেতেও অত্যন্ত ভালবাসেন তিনি। ছোটবেলায় বাবার সঙ্গে যেখানে ১০ টাকার কফি খেতে যেতেন, সময় পেলে মাঝেমাঝেই গাড়ি নিয়ে সেখানে চলে যান বলে জানিয়েছেন আয়ুষ্মান।