Advertisement
২৫ এপ্রিল ২০২৪

টুকরো খবর

দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ভুল চিকিৎসার অভিযোগ ও হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। মঙ্গলবার কোচবিহার জেলা সদর এমজেএন হাসপাতালে ঘটনাটি ঘটে।

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৪ ০২:৪০
Share: Save:

ভুল চিকিৎসার নালিশ, তাণ্ডব
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার

দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ভুল চিকিৎসার অভিযোগ ও হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। মঙ্গলবার কোচবিহার জেলা সদর এমজেএন হাসপাতালে ঘটনাটি ঘটে। গোলমালের সময় একটি গ্রিল ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পুলিশ বাহিনী ও কোচবিহারের সদর মহকুমাশাসক বিকাশ সাহা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামলান। মৃতের নাম গোলাম রসুল (৫৯)। তিনি আশ্রম রোড এলাকার বাসিন্দা। শনিবার হৃদরোগ জনিত অসুস্থতা নিয়ে তাঁকে জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। শনিবার ওই হাসপাতালে ইসিজি করাতে যান পেশায় বন দফতরের করণিক গোলাম রসুল। চিকিৎসকের পরামর্শে ওই দিন পরিবারের লোকেরা তাঁকে ভর্তি করান। মৃতের পরিবারের অভিযোগ, মঙ্গলবার চিকিৎসক মদ্যপ অবস্থায় ভুল চিকিৎসা করায় রোগীর মৃত্যু হয়েছে। মৃতের ছেলে শামিম হায়দার চৌধুরী বলেন, “দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ৭২ ঘণ্টা রোগী দেখেননি। মঙ্গলবার মদ্যপ অবস্থায় তিনি ভুল চিকিৎসা করেন।” হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রশাসনের কর্তারা অবশ্য রোগীর পরিবারের তোলা অভিযোগ মানতে চাননি। সদর মহকুমা শাসক বিকাশ সাহা বলেন, “রাতভর হাসপাতালে ছিলাম। ওই চিকিৎসক কোনও ভাবে মদ্যপ ছিলেন না।” সুপার জয়দেব বর্মন বলেন, “চিকিৎসকের ভাবমূর্তি নষ্ট করতে মদ্যপানের কথা বলা হচ্ছে।”

আজ থেকে চালু প্রিপেড অ্যাম্বুলেন্স
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট

এবার বেসরকারি অ্যাম্বুলেন্স চালকদের জন্য চালু হল প্রিপেড অ্যাম্বুলেন্স। আজ রামপুরহাট হাসপাতালে ওই ব্যবস্থার উদ্বোধন করবেন রামপুরহাটের বিধায়ক তথা শিক্ষা ও স্বাস্থ্য দফতরের প্রতি মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। থাকবেন রামপুরহাট মহকুমাশাসক উমাশঙ্কর এস। তিনি জানান, রামপুরহাট হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স একটি। সেটি মেরামত করতে সময় লাগবে। এছাড়া ন’টি নিশ্চিত যান রয়েছে। প্রসুতি মা এবং শিশুদের হাসপাতাল থেকে বাইরে রোগীদের পাঠানো হলে, বেসরকারী অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হচ্ছে।” এসডিও জানান, চুক্তি অনুযায়ী রোগী কল্যাণ সমিতির কেবলমাত্র অনুমোদন প্রাপ্ত অ্যাম্বুলেন্স রামপুরহাট হাসপাতাল থেকে বাইরে রেফার হওয়া রোগীদের নিয়ে যেতে পারবে। ওই সমস্ত অ্যাম্বুলেন্সগুলিই হাসপাতাল চত্ত্বরে একটি নির্দিষ্ট জায়গায় পার্কিং করা থাকবে। ইতিমধ্যে ১৫টি অ্যাম্বুলেন্স রোগী কল্যাণ সমিতির মাধ্যমে পরিষেবা দেওয়ার জন্য অনমুতি পেয়েছে। এসডিও জানান, কিলোমিটার পিছু আট টাকা রেটে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হচ্ছে। সম্প্রতি আচমকা পরিদর্শনে এসে রামপুরহাটের মহকুমাশাসক হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে থাকা বেসরকারি গাড়িগুলি সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তার পরেই ধর্মঘটে সামিল হন গাড়ির মালিকেরা।

ক্যুইজ-বিতর্কে সচেতনতা সভা
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া ও রঘুনাথপুর

মশাবাহিত রোগ রোধে ছাত্রছাত্রীদের নিয়ে ক্যুইজ, বিতর্ক ও আলোচনা হল। বুধবার পুরুলিয়া শহরে জেলা বিজ্ঞান কেন্দ্রে এনসেফ্যালাইটিস রুখতে কী ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে তা নিয়ে ওই সচেতনতার শিবির হয়। পুরুলিয়া পুরসভা, জেলা স্বাস্থ্য দফতর এবং জেলা বিজ্ঞান কেন্দ্রের যৌথ উদ্যোগে ওই শিবিরে বহু পড়ুয়া যোগ দেয়। উপস্থিত ছিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক মানবেন্দ্র ঘোষ। তিনি বলেন, “স্কুল পড়ুয়াদের নিয়ে এই কর্মসূচি হয়েছে। তাদের মধ্যে সচেতনতা গড়ে উঠলে বাড়ির বড়দের কাছে এই বার্তা ভালো ভাবে পৌঁছবে। এ দিন সকালে রঘুনাথপুর শহরের ৮ নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রে একই বিষয়ে সচেতনতা শিবির হয়। উপস্থিত ছিলেন পুরপ্রধান মদন বরাট, রঘুনাথপুর মহকুমা প্রশাসনের ডেপুটি ম্যাজিস্ট্রেট অজয় সেনগুপ্ত প্রমুখ। অজয়বাবু বলেন, “রঘুনাথপুর শহরে ম্যালেরিয়া, এনসেফ্যালাইটিসের মতো মশাবাহিত রোগে এখনও কেউ আক্রান্ত হয়েছেন বলে খবর নেই। সতর্কমূলক ব্যবস্থা হিসেবে পুরসভাকে নিয়ে সচেতনতার প্রসারে নামা হয়েছে।” তিনি জানিয়েছেন, অঙ্গনওয়াড়ি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের সচেতন করবেন। এ ছাড়া প্রচারপত্র বিলি করে, কেব্ল টিভির মাধ্যমে প্রচার চালানো হবে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, এ দিন থেকেই শহরের আবর্জনাময় এলাকা এবং নর্দমায় মশা মারার তেল ছড়ানোর কাজ শুরু হয়েছে।

ডেঙ্গি হলদিয়ায়
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া

ডেঙ্গি আক্রান্ত সাড়ে তিন বছরের শিশু সুপ্রভা মোহান্তিকে বুধবার ভোরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুপ্রভার বাবা বারিদবরণ মোহান্তি বলেন, “মঙ্গলবার রাতেই মেয়ের জ্বর খুব বেড়ে যায়। রক্ত পরীক্ষার রিপোর্টও ভালো ছিল না।”

বিজেপির স্মারকলিপি

চিকিৎসক ও নার্সদের শূন্যপদ পূরণ, আবর্জনা ও নিকাশি নালা পরিষ্কার রাখা-সহ মোট বারো দফা দাবিতে সিউড়ি হাসপাতাল সুপারের কাছে স্মারকলিপি দিল বিজেপি। দলের জেলা নেতা নির্মল মণ্ডলের নেতৃত্বে বুধবার বিকেলের ওই কর্মসূচিতে রোগী হয়রানি এবং ময়না-তদন্তের জন্য আসা দেহ বর্ধমান মেডিক্যালে রেফার করা বন্ধের দাবিও ওঠে। সিউড়ি হাসপাতালের সুপার শোভন দেব বিষয়গুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE