Advertisement
১৯ এপ্রিল ২০২৪

টুকরো খবর

গড়বেতার দুলে পাড়াতে শিক্ষা ও স্বাস্থ্য শিবির করল গড়বেতা হাইস্কুলের জাতীয় সেবা প্রকল্পের (এনএসএস) ছাত্রছাত্রীরা। চারদিনের এই শিবির শেষ হল রবিবার। স্কুলের ছাত্রছাত্রীরা ওই পাড়ায় গিয়ে রাস্তা সাফাই, জঞ্জাল পরিষ্কার, ব্লিচিং ছড়ানো-সহ নানা ধরনের সেবা মূলক কাজ করেন। তারই সঙ্গে স্বাস্থ্য ও শিক্ষা সম্বন্ধে এলাকার মানুষকে সচেতন করেন। এলাকা পরিষ্কার না রাখলে কিভাবে মশার জন্ম হয়, তা থেকে জ্বর হয় ও অন্য রোগ আসে, বাড়ির ছেলেমেয়েকে কেন স্কুলে পাঠানো জরুরি এ সবও বোঝাতে আলোচনা শিবিরও হয়।

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৪ ০১:০৯
Share: Save:

গড়বেতায় স্বাস্থ্য শিবির
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর

গড়বেতার দুলে পাড়াতে শিক্ষা ও স্বাস্থ্য শিবির করল গড়বেতা হাইস্কুলের জাতীয় সেবা প্রকল্পের (এনএসএস) ছাত্রছাত্রীরা। চারদিনের এই শিবির শেষ হল রবিবার। স্কুলের ছাত্রছাত্রীরা ওই পাড়ায় গিয়ে রাস্তা সাফাই, জঞ্জাল পরিষ্কার, ব্লিচিং ছড়ানো-সহ নানা ধরনের সেবা মূলক কাজ করেন। তারই সঙ্গে স্বাস্থ্য ও শিক্ষা সম্বন্ধে এলাকার মানুষকে সচেতন করেন। এলাকা পরিষ্কার না রাখলে কিভাবে মশার জন্ম হয়, তা থেকে জ্বর হয় ও অন্য রোগ আসে, বাড়ির ছেলেমেয়েকে কেন স্কুলে পাঠানো জরুরি এ সবও বোঝাতে আলোচনা শিবিরও হয়। এই দলে নেতৃত্ব দেন স্কুলের এনএসএস ইউনিটের দায়িত্বে থাকা শিক্ষক সুব্রত নিয়োগী। স্কুল পরিচালন সমিতির সম্পাদক অসীম ওঝা বলেন, “স্কুলের ছোট্ট ছোট্ট ছেলেমেয়েদের মধ্যে সেবার মানসিকতা তৈরি করতেই এই শিবির। যাতে ছাত্রছাত্রীরা বুঝতে পারে, বড় হয়ে দেশের জন্য, সমাজের জন্য কিছু করতে হবে। স্কুল থেকেই তার প্রাথমিক পাঠ দেওয়া হল। ছাত্রছাত্রীরা এত সুন্দর সেই কাজ করেছে দেখে ভীষণ ভাল লাগল।”

পরিষেবা নিয়ে ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া

অর্থোপেডিক্স বিভাগের ‘সি-আর্ম’ মেশিন ঠিক করা-সহ ১৫ দফা দাবিতে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্মারকলিপি দিল বিজেপি। সোমবার মিছিল করে বিজেপি কর্মীরা হাসপাতালে যান। দলের রাজ্য সহ-সভাপতি সুভাষ সরকার বলেন, “সি-আর্ম মেশিন খারাপ হয়ে থাকায় হাড় ভাঙার অস্ত্রোপচার বন্ধ হয়ে গিয়েছে হাসপাতালে।” তাঁর ক্ষোভ, গুরুত্বপূর্ণ হাসপাতালের পরিষেবা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। চতুর্থ শ্রেণির কর্মী নেই, বেড নেই, রোগীকে নীচে শুয়ে থাকতে হচ্ছে। তাঁর অভিযোগ, “বর্তমান রাজ্য সরকারের গাফিলতিতেই এই হাসপাতালের বেহাল দশা। তৃণমূলের সরকার দুর্নীতি করতেই ব্যস্ত। উন্নয়নের কোনও ইচ্ছাই এদের নেই।” জেলা তৃণমূল সভাপতি অরূপ খাঁ অবশ্য বলেন, “রাজ্যে পালাবদলের পর বাঁকুড়া মেডিক্যালের পরিষেবা উন্নত হয়েছে। রাজনৈতিক কারণে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।”


ইবোলা সতর্কতা: আখাউড়া সীমান্তে স্বাস্থ্যকর্মী মোতায়েন ঢাকার। ছবি: বাপি রায়চৌধুরী

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE