চালু হওয়ার তিন সপ্তাহ পেরোতেই চিকিৎসকের অভাবে রায়গঞ্জ জেলা হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিট (সিসিইউ) বন্ধ করে দিলেন হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার দুপুরে সিসিইউতে চিকিত্সাধীন দু’জন রোগী মৃত্যু হওয়ার পর সেটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হয়। যদিও সরাসরি সিসিইউ বন্ধ করে দেওয়ার বিষয়টি মানতে চাননি হাসপাতালের সুপার অনুপ হাজরা। তিনি বলেন, ‘‘চিকিৎসকের অভাবে সিসিইউতে পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না। আপাতত সিসিইউতে রোগীদের ভর্তি বন্ধ রাখা হয়েছে। সমস্যার কথা হাসপাতালের তরফে জেলা স্বাস্থ্য দফতরকে জানানো হয়েছে।’’
উত্তর দিনাজপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক রঞ্জনকুমার মজুমদার অবশ্য স্পষ্ট বলেছেন, চিকিৎসকের অভাবে সাময়িক সমস্যা তৈরি হওয়ায় সিসিইউ আপাতত বন্ধ রাখা হয়েছে। ডালখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এক জন চিকিৎসককে বদলি করে খুব দ্রুত সিসিইউ চালুর চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত ১২মে নবনির্মিত ওই সিসিইউর ঘটা করে উদ্বোধন করেন রাজ্যের পরিষদীয় সচিব অমল আচার্য। পরিকাঠামোর অভাবে গত প্রায় সাত বছর ধরে হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটটি (আইসিইউ) বন্ধ হয়ে রয়েছে। ফলে সিসিইউ চালু হওয়ার আগে প্রতিদিনই হৃদরোগে আক্রান্ত ও আশঙ্কাজনক রোগীদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করে দিতেন হাসপাতাল কর্তৃপক্ষ। ১২ শয্যার ওই সিসিইউতে ৪ জন প্রশিক্ষিত চিকিত্সক, ৮ জন নার্স, ৪ জন চতুর্থ শ্রেণির কর্মী ও একজন সাফাইকর্মীকে নিয়োগ করা হয়েছিল। চালু হওয়ার দিন থেকেই শীতাতপ নিয়ন্ত্রিত ওই সিসিইউতে চিকিত্সার একাধিক আধুনিক যন্ত্র সামগ্রী চালু করা হয়।