Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Lentil

Soaking Lentils: রান্না করার আগে কেন ডাল ভিজিয়ে রাখা আবশ্যিক

ভাতের পাতে ডাল না হলে চলে! ডাল এমনিতেই অত্যন্ত পুষ্টিকর এবং বানানোও সহজ।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২১ ১৭:১৬
Share: Save:

পাতে ভাত থাকুক বা রুটি। ডাল ছাড়া কি চলে! বেশ সহজেই বানানোও যায়। আবার ফোলেট, আয়রন, ম্যাগনেশিয়াম, পটাশিয়ামের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানও রয়েছে। বিশেষজ্ঞদের মতে নিয়মিত ডাল খেলে কমে হৃদ্‌রোগের ঝুঁকি। তাই মুগ কিংবা মুসুর পাতে যে ডালই রাখুন না কেন, আপনার শরীর-স্বাস্থ্যের উন্নতি হবেই। তবে ঠিক ভাবে ডাল রান্না করেন তো! না, এখানে ডাল তৈরির রেসিপির কথা হচ্ছে না। আসলে ডাল তৈরির উপায়ে ভুল হয়ে গেলে বদহজমের সমস্যা দেখা দিতে পারে। ডাল ঠিক মতো রান্না করার উপায় ডাল ভিজিয়ে তবেই রান্না করা।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কেন ডাল ভিজিয়ে রাখবেন?

ডাল না ভিজিয়ে অনেকেই রান্না করেন। এতে কিন্তু শরীরের ক্ষতি হয়। হতে পারে হজমের গণ্ডগোলও। কিন্তু ডাল ভিজিয়ে রাখলে সেই সমস্যা হওয়ার আশঙ্কা নেই। কারণ ভিজিয়ে রেখে ডাল রান্না করলে তা হজমশক্তি বাড়ায়। ডালে থাকা লেকটিনস ও ফাইটেটস নামের উপাদান, যা মূলত গ্যাস-অম্বলের কারণ সেটাও নিষ্ক্রিয় করা সম্ভব, ডাল ভিজিয়ে রাখলে। আর দীর্ঘ ক্ষণ ডাল ভিজিয়ে রাখলে চটজলদিই রেঁধে ফেলতে পারবেন।

কী ভাবে ডাল ভেজাবেন?

একটি পাত্রে ডাল নিয়ে ভাল করে জল দিয়ে ধুয়ে নিন। বার তিনেক জল পরিবর্তন করে হাত দিয়ে ঘষে ঘষে ডাল ধুয়ে নিন। তারপর একটি পাত্রে রেখে জল দিয়ে ভিজিয়ে রাখুন।

কোন ডাল কতক্ষণ ভেজাবেন?

মুগ ডাল, মুসুর ডাল, অড়হড় ডাল কম করে ৮-১২ ঘণ্টা ভিজিয়ে রাখা উচিত। রাজমা বা ছোলা জাতীয় ডাল ভিজিয়ে রাখুন ১২-১৮ ঘণ্টা। তবে এতটা সময় না দিতে পারলে অন্তত আগের দিন রাতে ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে রান্না করুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lentil cooking tips
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE