Advertisement
১৯ এপ্রিল ২০২৪
coronavirus

Coronavirus: করোনা আক্রান্তদের শরীরে সংক্রমণ ঘটাচ্ছে সাইটোমেগালোভাইরাস, চিন্তায় চিকিৎসকেরা

সুস্থ সবল মানুষের ক্ষেত্রে এই ভাইরাস খুব বেশি ভয়ের নয়। কিন্তু যাঁদের রোগপ্রতিরোধ শক্তি দুর্বল, তাঁদের ক্ষেত্রে এই জীবাণু প্রাণঘাতী হয়ে উঠতে পারে।

করোনা আক্রান্তদের শরীরে সংক্রমণ ঘটাচ্ছে নতুন ভাইরাস।

করোনা আক্রান্তদের শরীরে সংক্রমণ ঘটাচ্ছে নতুন ভাইরাস। ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ জুলাই ২০২১ ০৯:২৮
Share: Save:

করোনা আক্রান্তদের শরীরে এ বার আরও এক নতুন ভাইরাসের হানা। সাইটোমেগালোভাইরাস নামের এই জীবাণু কোভিড সেরে যাওয়ার পরেও রোগীর শরীর থেকে বিদায় নিচ্ছে না। আর সেই কারণেই চিকিৎসকদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়ে এটি।

হালে দিল্লির গঙ্গা রাম হাসাপাতালে বেশ কয়েক জন কোভিড রোগীর শরীরে এই সাইটোমেগালোভাইরাসের সংক্রমণ টের পাওয়া গিয়েছে।

কী এই সাইটোমেগালোভাইরাস?

সুস্থ সবল মানুষের ক্ষেত্রে এই ভাইরাস খুব বেশি ভয়ের নয়। কিন্তু যাঁদের রোগপ্রতিরোধ শক্তি দুর্বল, তাঁদের ক্ষেত্রে এই জীবাণু প্রাণঘাতী হয়ে উঠতে পারে। রক্ত, মূত্র, লালারসের মাধ্যমে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। মূলত খাদ্যনালীতেই সংক্রমণ ঘটায় এটি। পায়ুদ্বারের কাছে রক্তক্ষরণ হয় এর সংক্রমণের ফলে।

এই ভাইরাসের সংক্রমণের প্রধান উপসর্গ পেটব্যথা।

এই ভাইরাসের সংক্রমণের প্রধান উপসর্গ পেটব্যথা।

গঙ্গা রাম হাসাপাতল সূত্রে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, কোভিড সংক্রমণের ২০ থেকে ৩০ দিনের মাথায় বেশ কয়েক জন রোগীর শরীরে এই ভাইরাসের সংক্রমণ টের পাওয়া গিয়েছে। জ্বর-সহ প্রবল পেটব্যথা এই ভাইরাসের সংক্রমণের প্রধান উপসর্গ। এমনকি বিপুল রক্তক্ষরণ হয়ে সংক্রমিতদের মধ্যে একজনের মৃত্যুও হয়েছে।

যাঁদের রোগপ্রতিরোধ শক্তি কম, বা যাঁরা ইতিমধ্যেই অন্য জটিল অসুখে ভুগছেন, তাঁদের সাইটোমেগালোভাইরাসের সংক্রমণ সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

মূত্র, রক্ত বা লালারস পরীক্ষা করেই এই ভাইরাসের উপস্থিতি টের পাওয়া যেতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

coronavirus COVID 19
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE