যাঁদের শরীরে কোভিড সংক্রমণের বহু দিন পরও কোনও না কোনও উপসর্গ রয়ে যাচ্ছে, তাঁদের রক্তে কিছু গোলমাল খুঁজে পেয়েছেন এক দল গবেষক। তাঁরা মনে করেন, ভবিষ্যতে এই গবেষণার সাহায্যে এমন এক রক্ত পরীক্ষা সৃষ্টি করা যাবে, যা করালে সহজেই বোঝা যাবে আপনার শরীরে দীর্ঘ দিন কোভিডের উপসর্গ থাকবে কি না।
কিছু ‘লং কোভিড’ রোগীদের রক্তের নমুনা থেকে একটু অন্য ধরনের অ্যান্টিবডির খোঁজ পেয়েছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের এক দল গবেষক।
তাঁরা মনে করছেন, আগামী ৬ থেকে ১৮ মাসের মধ্যে এই গবেষণার প্রেক্ষিতে একটি সহজ রক্ত পরীক্ষা তৈরি করে ফেলা যাবে, যার সাহায্যে মানুষ শুরুতেই বুঝতে পারবেন, তাঁর ‘লং কোভিড’ হবে কি না।