Advertisement
০২ মে ২০২৪
Parenting

Bizarre: পাঁচ সন্তানকে কুকুর বাধার দড়িতে বেঁধে হাঁটতে বেরোন বাবা-মা

আমেরিকার কেনটাকির বাসিন্দা বয়সি দ্রিসকিল ও তাঁর স্ত্রী ব্রায়ানার দাবি, পাঁচ সন্তানকে চোখে চোখে রাখা বড়ই কঠিন। তাই এই সিদ্ধান্ত।

এ কেমন অভিভাবক?

এ কেমন অভিভাবক? ছবি: সংগৃহীত

সংবাদ সংস্থা
নিউ ইয়র্ক শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২২ ১৮:৩৪
Share: Save:

পাঁচ সন্তানই চঞ্চল। ঘুরতে বেরোলে এক সঙ্গে তাঁদের উপর নজর রাখা কঠিন। তাই সবাইকে নিয়ন্ত্রণে রাখতে কুকুর বাঁধার দড়ি দিয়ে হাঁটতে বেরোলেন জর্ডান দ্রিসকিল নামক এক ব্যক্তি।

আমেরিকার কেনটাকির বাসিন্দা ৩১ বছর বয়সি দ্রিসকিল ও তাঁর স্ত্রী বছর ৩৪-এর ব্রায়ানার দাবি, পাঁচ সন্তান জোয়ি, ডাকোটা, হোলিন, অ্যাশার ও গ্যভিনকে চোখে চোখে রাখা বড়ই কঠিন। তাই বাইরে ঘুরতে গেলে যাতে তারা চোখের আড়ালে না চলে যায় তার জন্যই দড়িতে বেঁধে ঘুরতে বেরোন তাঁরা। এমনকি নিজেদের এ হেন কাজের ভিডিয়োও নেটমাধ্যমে প্রকাশ করেছেন তাঁরা।

তবে দম্পতির এই কাজ আদৌ কতটা যথাযথ তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। কেউ কেউ যেমন দম্পতির উপস্থিত বুদ্ধির তারিফ করেছেন, তেমন অনেকেই সমালোচনা করেছেন তাঁদের এই কাজের। এই ভাবে সন্তানদের পশুর মতো বেঁধে রাখা অনুচিত বলেই মত তাঁদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Parenting father
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE