অনেক বাড়িতেই শৌচালয়ে দুর্গন্ধ হয়। তার কারণ ঠিক করে বাতাস চলাচল করতে পারে না। সেই দুর্গন্ধ কাটাতে প্যাকেট-বন্দি সুগন্ধী কেনেন অনেকে। কিন্তু কর্পূর মেশানো সুগন্ধী মাস খানেকের মধ্যেই ফুরিয়ে যায়। কিংবা তার তেজ কমে যায়। এমন অবস্থায় কী করবেন?
বাড়িতেই বানিয়ে ফেলা যায় শৌচালয়ে ব্যবহার করার মতো সুগন্ধী। তার মেয়াদও দীর্ঘ দিন। কী ভাবে বানাবেন এই সুগন্ধী? এর জন্য লাগবে একটু এসেনশিয়াল অয়েল। আর টয়লেট পেপার রোল।