Advertisement
১৯ সেপ্টেম্বর ২০২৪
Body Piercing

Baby Ear Piercing: কোন বয়সে শিশুদের কানে ফুটো করানো উচিত? কী কী মনে রাখতে হবে

অনেকেই বলেছেন, এই বয়সে কান ফুটো করানো মোটেই উচিত নয়। এত কম বয়সে কানে ফুটো করা হলে সংক্রমণের আশঙ্কাও বাড়ে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২১ ১১:৫৫
Share: Save:

সম্প্রতি ইংল্যান্ডের এক ব্যক্তি নেটমাধ্যমে নিজের বিরক্তির কথা জানিয়েছেন। তাঁর বক্তব্য, বারবার আপত্তি জানানো সত্ত্বেও তাঁর স্ত্রী তাঁকে না জানিয়ে, তাঁদের কন্যার কান ফুটো করিয়েছেন। তাঁদের মেয়ের বয়স মোটে দু’মাস। এই বয়সে কান ফুটো করানো উচিত কি না, সে প্রশ্ন তিনি রেখেছেন নেটমাধ্যমে। উত্তরে অনেকেই বলেছেন, এই বয়সে কান ফুটো করানো মোটেই উচিত নয়। তাতে বয়স বাড়লে দুই কানের ফুটোর মধ্যে সামঞ্জস্য না থাকতে পারে। অনেকে বলেছেন, এত কম বয়সে কানে ফুটো করা হলে সংক্রমণের আশঙ্কাও বাড়ে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বহু বাবা-মা তাঁদের সন্তানের কান ছোট বয়সেই ফুটো করিয়ে দেন। বিশেষত মেয়েদের ক্ষেত্রে এই ঘটনা অনেক বেশি পরিমাণে ঘটে। কিন্তু শিশুর কান ফুটো করানোর সময়ে কয়েকটি বিষয় মনে রাখা উচিত। রইল তালিকা।

• অভিজ্ঞ কাউকে দিয়েই কান ফুটো করানো উচিত। বাড়িতে খুদের কান ফুটো করানো উচিত নয়।

• অনেকেরই মত, ছ’মাস বয়সের আগে শিশুর কান ফুটো করানো উচিত নয়। এমনকি, এক বছর বয়সেও কানে ফুটো করানো যেতে পারে।

• কানে ফুটো করানোর পরেই লতিতে সোনা বা রুপোর দুল না পরিয়ে ইমিটেশনের দুল পরিয়ে দেওয়া যেতে পারে। তবে সেই দুল তিন দিনের বেশি রাখা উচিত নয়। তাতে কানে সংক্রমণের আশঙ্কা দেখা দেয়।

• তিন দিন পরে ইমিটেশনের দুল খুলে সোনা বা রুপোর দুল পরাতে হবে।

• শিশুর কান ফুটো করার পরে লেবু জাতীয় ফল বেশি করে খেতে দেওয়া উচিত। ভিটামিন সি ক্ষত তাড়াতাড়ি শুকিয়ে দেবে।

• শিশুর যদি কোনও খাবারে অ্যালার্জির সমস্যা হয়, তা হলে কানে ফুটো করানোর পরে সেই সব খাবার কোনও ভাবেই খাওয়ানো যাবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Body Piercing Ear
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE