Advertisement
২৫ এপ্রিল ২০২৪

চকোলেট খান! বুড়ো হবেন না

কথায় বলে লাইফ বিগিনস অ্যাট ফর্টি। কিন্তু তা বলে কি নিশ্চিন্ত থাকা যায়? আয়নার সামনে দাঁড়ালেই চোখের নীচে আইব্যাগ, কানের কাছে পাক ধরা চুল দেখে মন খারাপ হয়ে যায়। ভাবছেন বয়স ধরে রাখতে আজই ডায়েট থেকে বাদ দিতে হবে অস্বাস্থ্যকর খাবারগুলো? এতটা কড়াকড়িও কিন্তু ঠিক নয়। যৌবন ধরে রাখতে স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি ডায়েটে কিন্তু চকোলেটের মতো ‘অস্বাস্থ্যকর’ খাবারও দরকার। জেনে নিন কোন পাঁচটা খাবার রোজকার ডায়েটে থাকলে বয়স আটকে থাকবে বয়স।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৫ ১৪:৪৯
Share: Save:

কথায় বলে লাইফ বিগিনস অ্যাট ফর্টি। কিন্তু তা বলে কি নিশ্চিন্ত থাকা যায়? আয়নার সামনে দাঁড়ালেই চোখের নীচে আইব্যাগ, কানের কাছে পাক ধরা চুল দেখে মন খারাপ হয়ে যায়। ভাবছেন বয়স ধরে রাখতে আজই ডায়েট থেকে বাদ দিতে হবে অস্বাস্থ্যকর খাবারগুলো? এতটা কড়াকড়িও কিন্তু ঠিক নয়। যৌবন ধরে রাখতে স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি ডায়েটে কিন্তু চকোলেটের মতো ‘অস্বাস্থ্যকর’ খাবারও দরকার। জেনে নিন কোন পাঁচটা খাবার রোজকার ডায়েটে থাকলে বয়স আটকে থাকবে বয়স।

১। দই- বয়স পঁয়ত্রিশের কোঠা পেরোলেই দুর্বল হতে থাকে হাড়। দেখা দেয় বাত, অস্টিওপরেসিসের মতো সমস্যা। তাই এই সময়ে ডায়েটের সব থেকে দরকারি উপাদান ক্যালসিয়াম। কারণ বাতে ধরলেই আপনার চেহারায় বুড়োটে ভাব আসতে বাধ্য। দইয়ের মধ্যে থাকে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম। হাড় সুস্থ রাখতে তাই প্রতি দিন ডায়েটে রাখুন এক বাটি টক দই। বয়স হলে দুধ হজম করতে সমস্যা হয়ে অনেকের। দুধের বিকল্প হিসেবে তাই দই খান। ঘি, ছানা বা অন্যান্য দুগ্ধজাত জিনিসের থেকে কিন্তু দই অনেক সহজপাচ্য।

২। মাছ- মাছে-ভাতে বাঙালি কিন্তু সহজেই বয়স ধরে রাখতে পারে। মাছের মধ্যে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী। প্রতি দিনের ডায়েটে মাছ থাকলে বয়সকালে চোখে ছানি পড়ার সম্ভাবনা কমে। মাছের তেল হার্ট যেমন ভাল রাখে, তেমনই ধরে রাখে হজম ক্ষমতাও।

৩। বাদাম- বাদামের মধ্যে প্রচুর পরিমাণে আনস্যাচুরেটেড ফ্যাট, ভিটামিন, খনিজ, ফাইটোকেমিক্যাল ও অ্যান্টিঅক্সিড্যান্ট। প্রতি দিন ধুম থেকে উঠে চারটে আমন্ড বা কাজু, অথবা বিকেলে এক মুঠো চিনে বাদাম আপনার বয়স বাড়ার গতি কমিয়ে দিতে পারে। বাদাম বেটে ফেশিয়াল, বাদাম তেল চুলে মাসাজ করলেও ত্বক, চুলর স্বাস্থ্য ভাল থাকবে।

৪। চকোলেট- পানামার সান ব্লাস দ্বীপের কুনা প্রজাতির মধ্যে নাকি হার্টের অসুখ প্রায় দেখাই যায় না। কারণ কুনারা নাকি প্রচুর চকোলেট খান। প্রতি দিন ডায়েটে কোক ড্রিঙ্ক থাকলে নাকি উচ্চ রক্তচাপ, টাইপ টু ডায়বেটিস, কিডনির সমস্যা এমনকী ডিমেনশিয়ার বলবে পালাই পালাই। শরীরে রক্ত চলাচল ভাল রাখতেও সাহায্য করে চকোলেট। আর ত্বকের বলিরেখা রুখতে চকোলেট ফেশিয়ালের কথা তো নিশ্চয়ই শুনেছেন।

৫। ওয়াইন- প্রতিদিনের ডায়েটে যদি থাকে ওয়াইন তবে হার্টের অসুখ, স্মৃতিশক্তি কমে আসা, ডায়বেটিসের মতো বুড়ো বয়সের অনেক রোগ কাছেই ঘেঁষতে পারবে না। তবে বেশি মাত্রায় অ্যালকোহলে কিন্তু শরীর ভেঙে যেতে বাধ্য। সঠিক পরিমাণে ওয়াইন যেমন স্বাস্থ ধরে রাখবে, তেমনই ত্বকের বলিরেখাও থাকবে শত যোজন দূরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

fish wine chocolate youghourt nuts
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE