ব্রেকফাস্ট লাইক আ কিং, ডিনার লাইক আ বেগার। ডায়েটিশিয়ানদের এই থিওরি মেনে চললেই যেমন সুস্থ থাকা যায়, তেমনই ওজন কমানো যায়। এই নিয়ম একেবারেই বিজ্ঞানসম্মত। কারণ, সত্যিই যদি আপনি রাজার মতো ব্রেকফাস্ট করেন, তা হলে সারা দিনে আপনার খিদে অনেকটাই নিয়ন্ত্রণে এসে যাবে। ফলে নিজের অজান্তেই ডিনার হয়ে যাবে ভিক্ষুকের মতো। ওজন কমাতে, ভূঁড়ি ঝরিয়ে ফেলতে টানা ৩ মাস রাজার মতোই খান এই ব্রেকফাস্ট।
কী কী লাগবে
ওটস: ১/৩ কাপ