ক্যালেন্ডার থেকে বর্ষা বিদায় নিলেও পাকাপাকি ভাবে বৃষ্টি কিন্তু বিদায় নিচ্ছে না। কখনও কড়া রোদ, কখনও আবার ঝমঝমিয়ে বৃষ্টি। এই অনবরত ঠান্ডা-গরমে চোখে নানা ধরনের সমস্যা দেখা দেয়। বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে হতে পারে কনজাঙ্কটিভাইটিসের মতো অসুখও। চোখ লাল হয়ে গিয়ে চোখের গ্রন্থিতে ব্যাকটিরিয়ার সংক্রমণও দেখা দিতে পারে। এই ধরনের চোখের সমস্যা ও অ্যালার্জির হাত থেকে বাঁচতে কয়েকটি জিনিস মেনে চলা জরুরি।
কী ভাবে চোখের যত্ন নেবেন?
১)ঘ ন ঘন চোখে হাত দেন? হাত ভাল করে ধুয়ে নিন। একান্তই দরকার ছাড়া চোখে হাত দেবেন না। কারণ হাতের মাধ্যমে চোখে একাধিক জীবাণু সংক্রমণ ঘটতে পারে। তাই চোখ চুলকানো থেকেও বিরত থাকুন।