Advertisement
১৯ এপ্রিল ২০২৪
jeans

নতুন জিন্‌স বছরের পর বছর কী ভাবে নতুন রাখবেন, জানেন?

নারী হোন বা পুরুষ, জিন্‌সের জনপ্রিয়তা সর্বত্রই। কেবল ফ্যাশনের জন্যই নয়, অনেকেই জিন্‌স পছন্দ করেন কম যত্নেও দীর্ঘ দিন টিকে থাকে বলে। জানেন কি ঠিক কী কী উপায়ে জিন্‌সের যত্ন নেওয়া সম্ভব?

ঘরোয়া কিছু উপায়ে জিন‌্সকে রাখুন নতুনের মতো। ছবি: পিক্সঅ্যাবে।

ঘরোয়া কিছু উপায়ে জিন‌্সকে রাখুন নতুনের মতো। ছবি: পিক্সঅ্যাবে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮ ১৭:০৫
Share: Save:

সামনেই পুজো আর ওয়ার্ড্রোব ভরবে না নতুন জিন্‌সে! তা আবার হয় না কি? নারী হোন বা পুরুষ, জিন্‌সের জনপ্রিয়তা সর্বত্রই। কেবল ফ্যাশনের জন্যই নয়, অনেকেই জিন্‌স পছন্দ করেন কম যত্নেও দীর্ঘ দিন টিকে থাকে বলে।

কিন্তু কম যত্ন নেওয়া আর একেবারেই যত্ন না নেওয়ার মধ্যে ফারাকটা বেশির ভাগ সময়ে গুলিয়ে ফেলি আমরা। তাই বুঝে উঠতে পারি না, ঠিক কী কী উপায়ে জিন্‌সের যত্ন নেওয়া সম্ভব।

কয়েকটা পদ্ধতি অবলম্বন করলেই কিন্তু নতুন জিন্‌সের প্যান্ট বছরের পর বছর সুন্দর ও নতুনের মতোই থাকতে পারে। জানেন সে সব কী কী?

আরও পড়ুন

কিছুতেই টাকা জমাতে পারেন না? এ অভ্যাসগুলো আজই ছাড়ুন

কাচার আগে উল্টে নিন জিন্‌স।এতে সরাসরি সাবানের সংস্পর্শে এসে নষ্ট হয় না জিন্‌সের রং। রোদের হাত থেকে রং বাঁচাতে শুকোতেও দিন উল্টো করে। জিন্‌স ভাল রাখতে তা কখনওই ওয়াশিং মেশিনে কাচবেন না। অনেকের মধ্যেই এই প্রবণতা দেখা যায়। ওয়াশিং মেশিনের কেন্দ্রাতিক শক্তি জিন্‌স-কাপড়ের সুতোর ক্ষতি করে। বরং ভাল ডিটারজেন্টে ডুবিয়ে হাতেই কাচুন জিন্‌স।


গ্রাফিক: শৌভিক দেবনাথ

আরও পড়ুন

স্রেফ এই নেশার কবলে পড়ে মৃত্যু ছাড়িয়েছে ৩০ লাখ, বিপদে ভারতও!

অনেক সময়ই জিন্‌সে লাগা কোনও দাগ উঠতে চায় না সহজে। এমন হলে জলের সঙ্গে একটু লেবুর রস ও বেকিং সোডা মিশিয়ে সেই মিশ্রণ পুরনো টুথব্রাশের সাহায্যে ঘষুন দাগের জায়গায়। তার পর তা কাচুন ডিটারজেন্ট দিয়ে। এতে সহজেই উঠবে দাগছোপ। তেলের দাগ কিন্তু এ ভাবে উঠবে না। তার জন্য বেবি পাউডার মাখান দাগের উপর। ও ভাবেই রেখে দিন অনেক ক্ষণ। তার পর কাচুন ডিটারজেন্ট দিয়ে। পাউডার শুষে নেবে তেলের দাগ। জিন্‌সের ভাঁজ, কাপড় সব ভাল রাখতে কাচার পরেই ইস্ত্রি করুন। একই জিন্‌স চার দিন পরা হলেই তা কেচে নিন, অনেকেই মাসের পর মাস জিন্‌স কাচেন না। এই অভ্যাসের জন্য জিন্‌স কাপড়ের খুব ক্ষতি হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Life Hacks Daily Hacks
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE