Advertisement
২৬ এপ্রিল ২০২৪
perfume

ডিও-র গন্ধ বেশি ক্ষণ ধরে রাখতে চান? তা হলে মাখুন এ ভাবে

ঠিক কী উপায়ে পারফিউম স্প্রে করলে দীর্ঘস্থায়ী হবে পারফিউমের সুবাস, জানেন? আসুন জেনে নেওয়া যাক ।

গন্ধ বিচারের আগে জানুন মাখার নিয়ম। ছবি: পিক্সঅ্যাবে।

গন্ধ বিচারের আগে জানুন মাখার নিয়ম। ছবি: পিক্সঅ্যাবে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ জুলাই ২০১৮ ১৮:৩৮
Share: Save:

শীত-গ্রীষ্ম-বর্ষা— ঋতু যাই হোক, সাজ অসম্পূর্ণ থাকে ভাল পারফিউম বা ডিও-র অভাবে। আবার শুধু মাখলেই তো হল না, তার সুবাস ধরেও রাখতে হবে দীর্ঘ ক্ষণ।

ঠিক কী উপায়ে পারফিউম স্প্রে করলে দীর্ঘস্থায়ী হবে পারফিউমের সুবাস, জানেন? আসুন জেনে নেওয়া যাক ।

বার বার ভাঁজ হয় শরীরের এমন কিছু অংশের গন্ধ ধরে রাখার ক্ষমতা বেশি। যেমন, গলা, কনুই আর কবজি। তাই পারফিউম স্প্রে করুন সে সব জায়গাতেও। সরাসরি জামায় নয়, পারফিউম স্প্রে করুন জামা থেকে ইঞ্চি কয়েক দূরে। তার পর এতে পারফিউম ব্যবহারের ভিজে দাগ তো উপর থেকে বোঝা যাবেই না, উল্টে হাওয়ায় দ্রুত মিশে যেতে সক্ষম পারফিউমের গ্যাস জামার অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়ার সুযোগ পাবে। শুনতে অবাক লাগলেও, সব থেকে বেশি ক্ষণ পারফিউমের গন্ধ ধরে রাখতে পারে চুল। তবে সরাসরি চুলে পারফিউম স্প্রে করবেন না। পারফিউমের রাসায়নিক চুলের ক্ষতি করে। তাই চিরুনিতে পারফিউম স্প্রে করে তারপর সেটা দিয়ে চুল আঁচড়ান। তাতে চুলে সরাসরি মিশবে না পারফিউমের গ্যাস, আবার গন্ধও থাকবে দীর্ঘ ক্ষণ। স্নানের পর ভিজে শরীরে মাখুন পারফিউম। শরীরের জলের সঙ্গে পারফিউমের গ্যাস তাড়াতাড়ি মিশতে পারে। তাই গন্ধ বেশি ক্ষণ ধরে রাখা যায়। পারফিউম মেখে অনেকেই ঘষে ফেলেন। এটা ভুল। পারফিউমকে নিজে নিজে শুকোতে দিন। তাতে শরীরের রোমকূপে মিশে যেতে পারে। ফলে গন্ধ দীর্ঘস্থায়ী হয়।

​আরও পড়ুন: স্মার্ট ফোনে জল ঢুকেছে? নিজেই সারিয়ে নিন এ ভাবে

মেনে চলুন এগুলো, বাড়বে ব্যাঙ্ক ব্যালান্স

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Beauty Tips Beauty Products
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE