চিলি চিকেন কোথায় তৈরি? চিন? এমনই বলবেন তো? কিন্তু দেশের কত শহরে কত রকম চিলি চিকেন পাওয়া যায় জানেন? দক্ষিণ ভারতের গুনটুরের চিলি চিকেন খেয়েছেন কি কখনও?
নারকেল-পেয়াঁজ দিয়ে ঝালমুড়ি তো অনেক খেয়েছেন। তাতে কাসুন্দি পড়লে কেমন হয় জানা আছে? জানতে হলে চেখে দেখতে হবে। শুধু কাসুন্দি তো নয়, গবেষকের রান্নাঘরে কত কী যে ঘাঁটা হচ্ছে!
যে কোনও খাবারের নিজস্ব গল্প থাকে। নিজের স্বাদ-গন্ধে তা ফুটে ওঠে। আবার নতুন মশলা-মরিচে সে গল্পের মোড়ও বদলায়। মেলবন্ধনের কাব্য রচনা হয় রাঁধুনির হাঁড়িতে।
অতিমারির এই বিশ্বেও দেশের নানা প্রান্তের রসনা-সম্ভার নিয়ে তেমনই গল্প খুঁজে বেড়াচ্ছেন কয়েকজন। বিভিন্ন প্রান্তের মশলার মিশ্রণে তৈরি হচ্ছে নতুন পদ। উঠে আসছে সে সব পদ চেখে দেখার নতুন ঠিকানাও।