ফেব্রুয়ারির প্রথম দিনটা বাজেটে চোখ রেখে কাটিয়ে দিলেও, বাকি মাসটা প্রেমেরই থাক। ভেবে নিন কী ভাবে একটু আনন্দে রাখা যায় নিজের ভালবাসার জনেদের। ছোট্ট কোনও উপহার কি চওড়া একটা হাসি ফোটাতে পারে তাঁর মুখে?
প্রেমের মাস বলে অনেক দিন ধরেই প্রচলিত এই ফেব্রুয়ারি। ভ্যালেন্টাইন্স ডে তো আছেই, তার সঙ্গে রোজ ডে, প্রোপোস ডে, টেডি ডে, প্রমিস ডে— সবে মিলে এ যেন এক জমজমাট মরসুম। আর তার উপরে বাঙালি ভ্যালেন্টাইন্স ডে, অর্থাৎ, সরস্বতী পুজোও তো এ বার এ মাসেই। শীতের শেষের এই মাসটাকে আরও একটু সুন্দর করে নিন। এখন থেকেই কিনে রাখুন কাছের মানুষটির জন্য সুন্দর কিছু উপহার।
বড়সড় জিনিস অনেকই দেওয়া হয়। হাল্কা, ছোট্ট অথচ সুন্দর কিছু জিনিস ভাবুন না। পছন্দের মানুষটিকে বুঝিয়ে দিন, তাঁর ছোট ছোট ভাল লাগার দিকে নজর থাকে আপনারও।