১) রান্না নামানোর আগে একটু চেখে দেখতেই বুঝলেন রান্নায় নুনটা বেশি দিয়ে ফেলেছেন। চিন্তা না করে ঝটপট আলুর খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে রান্নায় দিয়ে দিন। আলু রান্নার বাড়তি নুন শুষে নেবে।
২) ভুলবশত রান্নায় বেশি নুন পড়ে যেতেই পারে। উপায় জানা থাকলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া কয়েক মুহূর্তের ব্যাপার। রান্না নুন পোড়া হয়ে গেলে ছোট ছোট আটা বা ময়দার বল তৈরি করে ঝোলের মধ্যে ফেলে দিন। এই বলগুলি রান্নার নুন শুষে নেবে।
৩) বাড়িতে ক্রিম আছে? যদি থেকে থাকে তা হলে রান্নায় বাড়তি নুন পড়ে গেলেও চিন্তার কোনও কারণ নেই। বেশ খানিকটা তাজা ক্রিম রান্নায় দিয়ে দিন। এতে তরকারির ঝোল ঘন হয়ে যাবে। বাড়তি নুনের স্বাদেও সমতা আসবে।
৪) ক্রিম না থাকলেও অনেকের বাড়িতেই টক দই থাকে। রান্নায় নুনের পরিমাণ কমানোর অন্যতম উপায় টক দই। রান্নায় নুন বেশি হয়ে গেলে তাতে এক চামচ টক দই দিয়ে দিন। নোনা ভাব কেটে যাবে।
৫) কাঁচা পেঁয়াজ যেমন রান্নার স্বাদ বাড়ায়, তেমনই নুন বেশি হয়ে গেলেও সাহায্য করে। হাত ফস্কে নুন বেশি পড়ে গেলে একটি পেঁয়াজ কুচিয়ে তাতে দিয়ে দিন। পেঁয়াজ ভেজেও দিতে পারেন।