Advertisement
২৪ এপ্রিল ২০২৪

দিওয়ালিতে বাড়ি সাজান এ ভাবে

দিওয়ালি বা দীপাবলি। যেই নামেই তাকে ডাকুন না কেন এসে গেল আলোর উত্সব। এই সময় ঘর সাজিয়ে তাক লাগিয়ে দিতে চান সকলেই। রইল ঘর সাজানোর বেশ কিছু টিপস।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৫ ১২:৪২
Share: Save:

দিওয়ালি বা দীপাবলি। যেই নামেই তাকে ডাকুন না কেন এসে গেল আলোর উত্সব। এই সময় ঘর সাজিয়ে তাক লাগিয়ে দিতে চান সকলেই। রইল ঘর সাজানোর বেশ কিছু টিপস। এখনই ভেবে পেলুন এই দিনটায় কেমন করে সাজাবেন নিজের প্রিয় বাড়িটাকে।

১। রঙিন প্রদীপ- অনেকেই আজও সাবেকি নিয়মেই সজাতে চান বাড়ি। আর্টিফিশিয়াল প্রদীপ বা মোমবাতির থেকে মাটির প্রদীপই বেশি পছন্দ তাঁদের। আজকাল বিভিন্ন রঙ ও বিভিন্ন ডিজাইনের মাটির প্রদীপ পাওয়া যায় বাজারে। অনেক সময় প্রদীপের মধ্যে বসানো থাকে মোমবাতি। তেল, সলতে দিয়ে জ্বালতে না চাইলে এগুলো কিনে নিতে পারেন। ঝক্কিও কম, আবার মাটির প্রদীপের সাবেকিয়ানাও রইল।

২। ফ্লোরাল প্রদীপ- ফুল ও প্রদীপ পর পর বা কোনও বিশেষ ডিজাইনে সাজিয়ে ঘর সাজাতে পারেন দিওয়ালিতে। প্রদীপের বদলে ব্যবহার করতে পারেন রঙিন, সুগন্ধী মোমবাতিও।

৩। দিওয়ালি লন্ঠন- দিওয়ালির আগেই আসে ভূতচতুর্দশী। এই সময় সুন্দর লন্ঠন দিয়ে ঘর সাজালে দেখতে দারুণ লাগবে। রাজস্থানি বা তিব্বতি ডিজাইনের সুন্দর লন্ঠন পাওয়া যায় বাজারে। এগুলো দেখতে যেমন এথনিক, তেমনই নতুনত্ব আসে সজ্জায়।

৪। ডিজাইনার মোমবাতি- সারি সারি সাধারণ মোমবাতির বদলে ব্যবহার করুন ডিজাইনার, সুগন্ধী মোমবাতি। শুকনো ফুলের পাঁপড়ি বা দারচিনি দিয়ে তৈরি এই সব মোমবাতি জানলার গ্রিলে, মাটিতে ফুলের সঙ্গে বা জলে ভাসিয়ে দিলেও সুন্দর লাগবে দেখতে।

৫। ফ্লোটিং- জাপানের ইকেবানা স্টাইলে জলের মধ্যে টাটকা বা শুকনো ফুল ভাসিয়ে মধ্যে মধ্যে জ্বালিয়ে রাখুন প্রদীপ বা সুন্দর ডিজাইনার মোমবাতি। বাড়ির সদর দরজার ঠিক উল্টোদিকে রাখুন এই ডেকরেশন। যাতে ঘরে ঢুকেই অতিথির চোখে পড়ে।

৬। বাল্ব চেন- নিজে বাড়িতেই বানান সুন্দর বাল্ব চেন। কাঠির খাঁচার বাইরে রঙিন কাগজ জড়িয়ে ভিতরে বাল্ব ভরে দিন। রঙিন বোতল, কাপকেকের বাটি, শুকনো ফুলের পাঁপড়ি লাইন দিয়ে জুড়ে বানিয়ে নিন পছন্দ মতো বাল্ব চেন।

৭। ওয়াল পেইন্ট- দিওয়ালিতে অনেকেই বাড়ি রঙ করান। কোনও দেওয়ালে এঁকে নিতে পারেন পছন্দ মতো দিওয়ালি মোটিফ। দেওয়াল থেকে ঝুলন্ত বাতি বা যে কোনও সুন্দর মোটিফ ফুটিয়ে তুলতে পারেন দেওয়ালে। অনেক নামী কোম্পানির দিওয়ালি পেইন্ট বা ওয়াল পেপারও কিনতে পাওয়া যায়।

৮। রঙিন কাপড়- ফুল বা আলোর মতোই ঘর সাজানো যেতে পারে রঙিন কাপড় দিয়েও। বিভিন্ন রঙের সিল্ক বা নেটের কাপড়, নেটের ও়ড়না দিয়ে সিলিং সুন্দর করে সাজিয়ে নিন। নানা রঙের কাপড় গোল করে ফুলের আকারে লাগিয়ে মাঝখানে ঝুলিয়ে দিতে পারেন সুন্দর লন্ঠন। অথবা ফুল, কাপড় ও লাইটের চেনও পরপর সিলিং জুড়ে সাজাতে পারেন। সিঁড়ির হাতলেও জড়িয়ে নিতে পারেন এ ভাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE