করোনা-স্ফীতিতে ফের বাড়ি থেকে কাজ করছেন অনেকেই। এই পর্যায়ে করোনাভাইরাস অনেক বেশি সংক্রমক। আমাদের চার পাশে দ্রুত বাড়ছে আক্রান্তদের সংখ্যা। তাই একাধিক সহকর্মী একসঙ্গে অসুস্থ হয়ে পড়ায় বাকিদের হঠাৎই কাজের চাপ অনেক বেড়েছে। অনেক বেশি সময় দিতে হচ্ছে অফিসের কাজের পিছনে। এ দিকে বাড়ি থেকে কাজ বলে সংসারও কিছুটা কাজকর্মও দেখতে হচ্ছে পাশাপাশি। সব মিলিয়ে সামলানো মুশকিল হয়ে পড়ছে। অনেকেই এতটা কাজের চাপ সামলাতে না পেরে মাঝেমাঝেই ভেঙে পড়ছেন। গোলমাল হয়ে যাচ্ছে রোজের কাজেও। কিন্তু কয়েকটি জিনিস আপনি যদি গুছিয়ে উঠতে পারেন, তা হলে কাজের চাপ অনেকটা হালকা হয়ে যায়। উপায়গুলি জেনে নিন।
পরিকল্পনা করুন
কখন কী করবেন, কখন জুম মিটিং রয়েছে, কখন কাকে ফোন করতে হবে, কোন দিনে বিশেষ কাজ রয়েছে, সেগুলি শুরুতেই একটি জায়গায় লিখে রাখলে আপনি অনেকটা চিন্তামুক্ত হবেন। গুগ্ল ক্যালেন্ডারের মতো কোনও মাধ্যম ব্যবহার করতে পারেন। আপনাকে ঘণ্টায় ঘণ্টায় মনে করিয়ে দেবে কোন কাজটা বাকি। কবে কোন গুগ্ল মিটিং রয়েছে, তা আপনার ই-মেল থেকে সরাসরি চলে যাবে ক্যালেন্ডারে। আপনাকে আলাদা করে কিছু করতে হবে না।