নেটমাধ্যমের বিভিন্ন অ্যাপে ‘স্টোরি’ তৈরি করা যায়। ছবি বা ছোট ভিডিয়ো ‘স্টোরি’ হিসাবে প্রকাশ করা যায়। নির্দিষ্ট সময়ের পরে এই ‘স্টোরি’ আর থাকে না। বন্ধুতালিকায় থাকা কে কে ওই স্টোরিগুলি দেখেছেন, তাও জানা যায় নেটমাধ্যমের অ্যাপগুলি থেকে।
ঠিক একই রকম ভাবে হোয়াটসঅ্যাপেও ‘স্টোরি’ তৈরি করা যায়। যদিও তাকে বলা হয় ‘স্ট্যাটাস’। যে কোনও স্ট্যাটাসের মেয়াদ ২৪ ঘণ্টা। তার পরেই হারিয়ে যায় এগুলি। এর মধ্যে কে কে স্ট্যাটাস-টি দেখেছেন, তার তালিকাও দিয়ে দেয় হোয়াটসঅ্যাপ।