Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Khela Hobe

Viral: যদুবাবুর বাজারে দেদার বিক্রি ‘খেলা হবে’ হার, কালীপুজোর গয়নায় রাজনীতির উত্তাপ

বৃহস্পতিবারই গোয়া পৌঁছে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার একাধিক বার তাঁর মুখে শোনা গিয়েছে ‘খেলা হবে’ স্লোগান।

নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২১ ২১:২৮
Share: Save:

যদুবাবুর বাজারে ‘খেলা হবে’ হার। হারের বিক্রিও নাকি দেদার। নভেম্বরের কালীপুজোর সাজেও মে মাসের নির্বাচনী উত্তাপ। বিধানসভা নির্বাচনে ‘খেলা হবে’ স্লোগান ফিরেছিল মুখে মুখে। রাজনীতির শব্দবন্ধ এমন বিপুল জনপ্রিয়তা অতীতে কবে শেষ পেয়েছে, তা মনে করতে গিয়ে মাথা চুলেকেছেন অনেকেই। সেই শব্দবন্ধই ধরা পড়েছে গলার হারে।

বৃহস্পতিবারই গোয়া পৌঁছে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার একাধিক বার তাঁর মুখে শোনা গিয়েছে ‘খেলা হবে’ স্লোগান। তিনি বলেছেন, ‘‘পরের বার ফুটবল নিয়ে আসব কিন্তু।’’ আবার শনিবার রাজ্যে বেশ কয়েকটি কেন্দ্রে রয়েছে উপনির্বাচন। খড়দহের শোভনদেব চট্টোপাধ্যায় থেকে দিনহাটার উদয়ন গুহ, সকলের প্রচারের তৃণমূলের প্রচার-মন্ত্র সেই ‘খেলা হবে’।

এর আগেও খেলা হবে উঠে এসেছে শাড়িতে, কখনও কানের দুলে। নির্বাচনের সময় খেলা হবে লেখা গয়না পরে তৃণমূল সমর্থকদের দেখা গিয়েছে হামেশাই। সময় পেরিয়ে গেলেও সেই স্লোগানের জনপ্রিয়তা যে কমেনি তা ফের প্রমাণিত হল নির্বাচনের এত মাস পরে স্লোগানের ভাষায় তৈরি গলার হার দেখে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Khela Hobe Ornaments
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE