Advertisement
০৪ মে ২০২৪

দুই ছেলে বিরল জেনেটিক রোগে আক্রান্ত! স্বপরিবার বিষ খেয়ে জীবন শেষ করলেন দম্পতি

শিশুদের জীবন বাঁচাতে না পারার আক্ষেপে দুই খুদে ও স্ত্রীকে নিয়ে আত্মঘাতী হলেন সঞ্জীব মিশ্র। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে।

সংবাদ সংস্থা
পান্না (মধ্যপ্রদেশ) শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৩ ১৭:২৫
Share: Save:

দুই শিশুকে বিষ দিয়ে নিজেরা আত্মঘাতী হলেন মধ্যপ্রদেশের এক দম্পতি। ঘটনাটি ঘটেছে ২৬ জানুয়ারি বৃহস্পতিবার। দম্পতির দুই শিশু মাসকুলার ডেসট্রফি নামে জেনেটিক রোগে আক্রান্ত ছিল। শিশুদের জীবন বাঁচাতে না পারার আক্ষেপে দুই খুদে ও স্ত্রীকে নিয়ে আত্মঘাতী হলেন সঞ্জীব মিশ্র। পুলিশ সূত্রে জানা যায়, দম্পতি প্রথমে দুই শিশুকে বিষ দেন, তার পরে সেই বিষ নিজেরাও খান তাঁরা।

পুলিশ জানায়, আত্মঘাতী হওয়ার আগে সঞ্জীব ফেসবুকে সুইসাইড নোট লেখেন। সঞ্জীব লেখেন, ‘‘আমার খুদেরা জটিল জেনেনিক রোগে আক্রান্ত। এই রোগের চিকিৎসা নেই। ছেলেদের চেয়েও বাঁচাতে পারব না। তাই চারজনেই আত্মঘাতী হলাম।’’

পয়তাল্লিশের সঞ্জীব বিয়াল্লিশের নীলামের ছেলেদের নাম আনমোল ও সার্থক।

সুইসাইড নোটে সঞ্জীব আরও লেখেন, ‘‘আমার শত্রুর ছেলেমেয়েদেরও যেন এই ধরনের অসুখ না হয়, এটাই কামনা করি। আমি আমার ছেলেদের বাঁচাতে পারলাম না। তাই নিজেও আর বাঁচতে চাই না।’’

ফেসবুকে এই চিঠি চাউর হতেই তাঁদের কয়েকজন বন্ধুবান্ধব পুলিশকে সমস্তটা জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকলে বাঁচানোর চেষ্টা করলেও লাভের লাভ হয়নি। দরজা ভেঙে পুলিশ চারটি মৃতদেহ উদ্ধার করে। বাড়ি থেকেও পুলিশ সুইসাইড নোট পান। চিঠিতে সঞ্জীব লেখেন, ‘‘পাঁচ বছর ধরে অনেক লড়াই করেছি আমরা, আর পরছি না। তাই জীবন শেষ করার সিদ্ধান্ত নিলাম আমরা।’’

বন্ধুবান্ধব আর পরিবারের লোকজন পুলিশকে জানায় সঞ্জীব ও নিলাম সন্তানদের চিকিৎসা করানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেন। তবে এই রোগের কোনই চিকিৎসা হয় না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE