আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। মাসে ১৫৩ টাকার রিচার্জেই মিলবে জিও-র ফোর-জি ফোন। এর জন্য প্রথমে দেড় হাজার টাকা জমা রাখতে হবে গ্রাহককে। তিন বছর পর তা ফেরত পাবেন তিনি। তবে যাঁরা জিও ফোনের জন্য হাপিত্যেশ করে বসে আছেন তাঁদের জন্য দুঃসংবাদ। নয়া ফোনে মিলবে না হোয়াটসঅ্যাপ করার সুবিধা।
গত ২১ জুলাই এই জিও-র হ্যান্ডসেটটির কথা ঘোষণা করেন সংস্থার কর্ণধার মুকেশ অম্বানী। সে সময় তিনি জানিয়েছিলেন, মাসে মাত্র ১৫৩ টাকা রিচার্জেই এই ফোনে ফোর-জি স্পিডে ইন্টারনেট ব্যবহার করা যাবে। এ ছাড়াও ছিল একগুচ্ছ সুযোগ সুবিধার কথা।
আরও পড়ুন